প্রতিবেদন : ক্লাব নির্বাচনের কথা মাথায় রেখে মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন টুটু বোস (স্বপনসাধন বোস)। গত সোমবার বিদায়ী সচিব ও কার্যকরী সমিতির সদস্যদের চিঠি লিখে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। সামনেই ক্লাবের নির্বাচন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে ইতিমধ্যেই নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচনের তারিখ এখনও ঘোষণা না হলেও, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করে দিয়েছে এই বোর্ড। আর নির্বাচনী প্রচারে পদের অপব্যবহার করবেন না বলেই পদত্যাগ করেছিলেন টুটু বোস।
সোমবার তাঁর পদত্যাগপত্র গৃহীত হওয়া নিয়ে ক্লাবে বৈঠকে বসেছিলেন কার্যকরী কমিটির সদস্যরা। কিন্তু শেষ পর্যন্ত এই বিষয়ে সদস্যরা একমত হতে না পারার জন্য ঝুলে রইল টুটু বোসের পদত্যাগপত্র গৃহীত হওয়ার সিদ্ধান্ত। আগামী সপ্তাহে ফের বৈঠকে বসবেন কার্যকরী কমিটির সদস্যরা। সেদিন সম্ভবত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, পদত্যাগের পর, আসন্ন ক্লাব নির্বাচনে পুত্র সৃঞ্জয় বোসের হয়ে প্রচারে নেমে পড়েছেন টুটু বোস। গত শনিবার নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠকে তিনি রীতিমতো তোপ দেগেছিলেন ক্লাবের বর্তমান সচিব দেবাশিস দত্তকে। তুলেছিলেন একঝাঁক অভিযোগ। এদিন এই প্রসঙ্গে দেবাশিস দত্ত জানিয়েছেন, তিনি ক্লাবের প্ল্যাটফর্ম থেকে ব্যক্তিগত আক্রমণের কোনও জবাব দেবেন না।
আরও পড়ুন: মানুষকে সচেতন-প্রস্তুত করতে পদক্ষেপ! বুধে দেশজুড়ে যুদ্ধের অনুশীলন