বিহারের (Bihar) ভাগলপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আত্মীয়ের পরিবারের অন্দরে অশান্তি তুঙ্গে । দুই ভাই অর্থাৎ জগজিৎ যাদব ও বিশ্বজিৎ যাদবের মধ্যে বাকবিতণ্ডা তুঙ্গে উঠলে দু’জনেই একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় জখম হয়ে মৃত্যু হয় বিশ্বজিতের। জয়জিৎ ও তাঁর মাও এদিন জখম হন। আপাতত ভাগলপুরের হাসপাতালেই ভর্তি রয়েছে দুজন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন জানিয়ে চিঠি স্পিভাকের
সূত্রের খবর, বিশ্বজিৎ ও জয়জিতের সঙ্গে পারিবারিক যোগাযোগ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের। দু’জনেই সম্পর্কে প্রতিমন্ত্রীর ভাগ্নে। সৎভাব না থাকায় কার্যত একে অপরের মুখ দর্শন করত না তারা। তবে প্রশ্ন উঠছে সামান্য ঘরোয়া ঝগড়া কীভাবে এত বড় আকার নিল। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে বাড়ির কলের জল নিয়ে দুজনের মধ্যে সমস্যা শুরু হয়েছিল। তারই পরিণাম এই মৃত্যু। শুধু জল নয়, প্রতিদিনই বিভিন্ন কারণে নিজেদের মধ্যে উত্তেজনা বজায় রাখতেন তারা। গতবছর একটি জমি নিয়ে বিবাদের পর থেকেই তাদের মধ্যে তৈরি তিক্ততা থেকেই গিয়েছে।
এই ঝগড়ায় কত রাউন্ড গুলি চলেছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। দুই ভাইয়ের বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। আরেক ভাইয়ের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে কিভাবে তাদের কাছে বন্দুক এল, কী কাজে সেটা ব্যবহার হত সবকিছুই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা।