সংবাদদাতা, হাওড়া : কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আবাস যোজনায় দেশের মধ্যে এগিয়ে পশ্চিমবঙ্গ। এনিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের বক্তব্য পুরোপুরি ভিত্তিহীন। কেন্দ্রীয় সরকারের তথ্যই বলছে পশ্চিমবঙ্গে আবাস যোজনায় গ্রামীণ এলাকায় ৩৪ লক্ষ ৬৬ হাজার ৪৩৭টি পরিবারকে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। তার মধ্যে ৩২ লক্ষ ৮ হাজার ৯২১টি বাড়ি তৈরি শেষ। অর্থাৎ ৯২.৫২ শতাংশ বাড়ি তৈরি সম্পূর্ণ, যা দেশে সর্বোচ্চ।
আরও পড়ুন-পতাকা থেকে তুলে দেওয়া হল কাস্তে হাতুড়ি, ফব-র ভোলবদল
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেন, ‘এই তথ্য কেন্দ্রের ওয়েবসাইটেই রয়েছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় আবাস যোজনায় কত বাড়ি তৈরি হয়েছে তার রিপোর্ট আসেনি বলে যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। কেন্দ্রীয় সরকারের তথ্য কেন্দ্রীয় মন্ত্রীই অস্বীকার করছেন।’ প্রসঙ্গত, সর্বাধিক বাড়ি তৈরির স্বীকৃতি হিসেবে ২০১৭ ও ২০১৯ সালে কেন্দ্র পশ্চিমবঙ্গকে পুরস্কৃতও করে। ২০২০ ও ২০২১ সালে পুরস্কার দেওয়া হলে তাও পেত পশ্চিমবঙ্গই। রাজ্যে আরও ৫৬,৮৬,৪৮৩ নথিভুক্ত পরিবারের মধ্যে ৩৮,৯৫,৯৯১ পরিবারের ভেরিফিকেশন সম্পন্ন করে কেন্দ্রকে জানালেও ২০২১-’২২ অর্থবর্ষে একটিও বাড়ি তৈরির অনুমোদন দেয়নি তারা। যদিও অন্য ২৪টি রাজ্যকে দিয়েছে।