বিজেপির মহারাষ্ট্রে শ্লীলতাহানি কেন্দ্রীয় মন্ত্রীরই নাবালিকা কন্যার

বিজেপি শাসিত রাজ্যে বিজেপি নেত্রী খোদ কেন্দ্রীয় মন্ত্রীর নাবালিকা মেয়েরই শ্লীলতাহানি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁওয়ে।

Must read

প্রতিবেদন: লজ্জা! বিজেপি শাসিত রাজ্যে বিজেপি নেত্রী খোদ কেন্দ্রীয় মন্ত্রীর নাবালিকা মেয়েরই শ্লীলতাহানি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁওয়ে। অভিযোগ, সন্ত মুক্তাই যাত্রা চলার সময় একটি মেলায় মন্ত্রীর কিশোরী কন্যাকে যৌন হেনস্থা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা মহারাষ্ট্র। প্রশ্ন উঠেছে যে বিজেপি সরকার নিজেদের রাজ্যেই একজন কেন্দ্রীয় মন্ত্রীর কিশোরী কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই রাজ্যে সাধারণ মহিলা এবং নাবালিকাদের নিরাপত্তা দেবে কীভাবে? নির্যাতিতার মা কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা খাদসে তীব্র ক্ষোভের সঙ্গে মন্তব্য করেছেন, সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে নয়, একজন মা হিসাবে মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চাইছি আমি। দাবি করছি প্রতিকার। এই ঘটনার জন্য স্বাভাবিকভাবে গেরুয়া প্রশাসনের অপদার্থতাকেই দায়ী করেছেন বিরোধীরা। প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলো। এমনিতেই গত কয়েকমাসে মহারাষ্ট্রে একের পর এক ঘটে চলেছে নাবালিকা নির্যাতন এবং যৌন হেনস্থার ঘটনা। বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। তার উপরে নিজেদের দলের নেত্রীর নাবালিকা কন্যার হেনস্থার ঘটনায় গভীর অস্বস্তিতে নরেন্দ্র মোদির দল। ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন মহারাষ্ট্রের গেরুয়া মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-উৎসর্গ করল নিজের জীবন, বান্ধবগড়ে বাঘের মুখ থেকে মনিবকে ফিরিয়ে আনল জার্মান শেফার্ড

ঠিক কী হয়েছিল ঘটনাটা? থানায় অভিযোগ দায়ের করার পরে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী রক্ষা খাদসে জানান, শিবরাত্রি উপলক্ষে আয়োজিত এক মেলাতেই তাঁর মেয়ের সঙ্গে ঘটে গিয়েছে এই লজ্জাজনক ঘটনা। প্রতিবছরই ধর্মীয় যাত্রার আয়োজন করা হয় কোথালিতে। জমজমাট মেলাতেও আসেন বহু মানুষ। দু’দিন আগে সেই মেলা দেখতেই গিয়েছিল তাঁর কিশোরী কন্যা। সেখানেই কয়েকজন কিশোর তার সঙ্গে অসভ্যতা করে, হেনস্থা করে। এই ঘটনায় স্তম্ভিত সভ্যসমাজ। এখনও পর্যন্ত একজন কিশোরকে গ্রেফতার করে অবস্থা সামাল দিতে চেষ্টা করছে গেরুয়া পুলিশ।

Latest article