প্রতিবেদন: অসংখ্য মহিলাকে ধর্ষণ, যৌনহেনস্থা, নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে আগেই মুখ পুড়েছে কর্নাটকের প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার। লোকসভা নির্বাচনের আবহে প্রজ্জ্বলের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়। এবার কর্নাটকের প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল ও তাঁর প্রাক্তন বিধায়ক বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধে চার্জশিট জমা দিল কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার পুত্র রেভান্না হলেন কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাই। তাঁদের দল জেডিএস মোদি সরকারের অন্যতম শরিক দল। সিটের পেশ করা চার্জশিটে উল্লেখ, ৪৭ বছর বয়সি বাড়ির এক প্রাক্তন পরিচারিকাকে ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষ যোগ রয়েছে প্রজ্জ্বলের।
আরও পড়ুন-সংখ্যাগরিষ্ঠতার দাবি ফারুকের
পুলিশ সূত্রে খবর, ওই পরিচারিকার মেয়েকেও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা হাসানের প্রাক্তন সাংসদ, বর্তমানে দল থেকে বহিষ্কৃত প্রজ্জ্বলের বিরুদ্ধে। পাশাপাশি যৌন কার্যকলাপের ভিডিও নিজের ফোনে তুলে রাখা এবং পরে মোবাইল থেকে সেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে চার্জ গঠন করেছে সিট। পাশাপাশি তাঁর বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগে চার্জ গঠন করেছে কর্নাটক পুলিশ। সূত্রের খবর, যৌনহেনস্থা মামলায় এই প্রথম চার্জশিট পেশ করল সিট। ইতিমধ্যে আদালতে সিট ২১৪৪ পাতার একটি চার্জশিট জমা দিয়েছে। যাতে প্রায় ১৫০ জনের সই রয়েছে। গত এপ্রিলে লোকসভা ভোটের মুখে এই যৌন কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। কর্নাটক জুড়ে শুরু হয় লাগাতার বিক্ষোভ। এরপরই গত ২৬ এপ্রিল জার্মানিতে পালিয়ে যান প্রজ্জ্বল। ৩১ মে ভারতে ফেরা মাত্রই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে প্রজ্জ্বল বেঙ্গালুরুর একটি জেল হেফাজতে বন্দি। অন্যদিকে প্রজ্জ্বলের বাবা প্রাক্তন জিডিএস বিধায়ক তথা কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাই এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিট। তাঁর বিরুদ্ধেও বাড়ির পরিচারিকাদের একাধিকবার যৌন হেনস্থার অভিযোগ সামনে এসেছে।