প্রতিবেদন: ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সংসদীয় ঐক্যে কোনও ফাটল ধরেনি, তাদের প্রত্যেকের আন্দোলনের পথ আলাদা, সাফ জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ সম্প্রতি কংগ্রেসের ডাকা বেশ কয়েকটি বৈঠকে যোগ দেয়নি তৃণমূল৷ দুর্নীতির ইস্যুতে সংসদ চত্বরে আয়োজিত কংগ্রেসের ধরনাতেও উপস্থিত ছিলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদরা৷ একইরকমভাবে কংগ্রেসের ধরনায় গরহাজির ছিল সমাজবাদী পার্টিও৷
আরও পড়ুন-ইমপিচমেন্টের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওল
এই পরিস্থিতিতে বিজেপি সংসদ পরিসরে জল্পনা ছড়ানোর চেষ্টা করে যে বিরোধী ঐক্যে ফাটল ধরেছে৷ তাদের এই গুজবকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ তাঁর দাবি, সংসদে বিরোধীরা আদৌ বিভক্ত নয়৷ তারা একজোট আছে আগের মতোই৷ বিরোধীদের স্ট্র্যাটেজি একই আছে, তার প্রয়োগ কৌশল আলাদা হয়েছে মাত্র৷ আমাদের সম্মিলিত লক্ষ্য হল সংসদের ভিতরে বিজেপির মুখোশ খুলে দেওয়া৷ এই লক্ষ্য পূরণে বিভিন্ন বিরোধী দলের প্রয়োগ কৌশলও বিভিন্ন৷ এই প্রসঙ্গেই ডেরেক ও’ব্রায়ান আরও একবার সাফ জানিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেস দলনেত্রীর দেখানো পথেই শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে সরব হচ্ছে বাংলার প্রতি বঞ্চনা, দ্রব্যমূুল্য বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ আটকে রাখার মতো ইস্যুগুলি তুলে ধরে৷ দুর্নীতির ইস্যুই যে একমাত্র ইস্যু হতে পারে না, সেকথা জানিয়ে ডেরেক সাফ জানান, বাংলার সাধারণ মানুষের স্বার্থেই পরিচালিত হবে আমাদের আন্দোলন৷ তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সদস্য হলেও কংগ্রেসের বা অন্য কোনও দলের শরিক নন, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন৷