প্রতিবেদন : ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘ বাঙালি ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে সাতটি নতুন বাংলা ইউনিকোড ফন্টের (Bangla Unicode Font) সূচনা করল। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামে বাঙালি অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan) ও জাতিসংঘের প্রতিনিধি স্টেফান মিলার-এর (Stephen Miller) উপস্থিতিতে ঢাকায় উদ্বোধন হয় এই ফন্টগুলির। ডিজিটাল যুগে অনলাইনে বাংলা ভাষার ব্যবহার বেড়েই চলেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ছাড়াও নতুন প্রজন্ম পড়াশোনাতেও ডিজিটালি ব্যবহার করছে বাংলা। এজন্য বাংলা হরফে বৈচিত্র আনতে চায় জাতিসংঘ। উদ্বোধনী অনুষ্ঠানে জয়া বলেন, ‘‘আমারা যারা বাংলায় লিখি তাদের জন্য এটি একটি বড় বিষয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউএনডিপির এই উদ্যোগের অংশ হতে পেরে আমি আনন্দিত।”
প্রসঙ্গত, ২০২০-র ২১ ফেব্রুয়ারি অফলাইনে প্রথম আসে ইউএনের বাংলা ফন্ট (Bangla Unicode Font)। এখন সেগুলিকে নতুন মোড়কে ইউনিকোডে আনা হল। ইউএনডিপি-র ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করা যাবে এটি।
আরও পড়ুন: স্বৈরাচারী উপাচার্যের অপসারণ দাবি বিশিষ্টদের