সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতীর (Viswa bharati) শিল্পোৎসবে আমন্ত্রিত প্রধান অতিথি (guest) সাদার বদলে নীল পাঞ্জাবি পরে আসায় উপাচার্য তাঁকে শনিবার শিল্পোৎসব অনুষ্ঠানমঞ্চে বসার অনুমতি দেননি। সেই সঙ্গে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শান্তিনিকেতন কর্মিমণ্ডলী ও শ্রীনিকেতন কর্মিসংঘের সদস্যদের সমালোচনাও করেন।
আরও পড়ুন-এজেন্সির বিরুদ্ধে পথে তৃণমূল
প্রধান অতিথি অরুণেন্দু বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের নান্দনিকতা এবং পরিবেশভাবনা বিষয়ে কয়েকটি মনোগ্রাহী বই লিখেছেন, যার একটির প্রকাশক বিশ্বভারতী। ওঁর সঙ্গে শান্তিনিকেতন ও বিশ্বভারতীর যোগ অনেকদিনের। বাস্তুকার হিসেবে বিশ্বভারতীর কিছু স্থাপত্য নকশাও করে দিয়েছেন। নীল পাঞ্জাবি পরে আসায় তাঁকে মঞ্চে আহ্বান করা হয়নি।