কঙ্গোয় অজানা রোগের মাত্রাছাড়া আতঙ্ক মৃতের সংখ্যা বেড়ে ৫৩

গত ২১ জানুয়ারি থেকে শুরু হয় এই রোগের সংক্রমণ। সেসময় মোট ৪১৯ টি কেস রেকর্ড করা হয়েছিল এবং এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩।

Must read

রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে (Congo)। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাদুড় খেয়ে মৃত তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। জানা গিয়েছে, গত পাঁচ সপ্তাহে উত্তর-পশ্চিম কঙ্গোতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২১ জানুয়ারি থেকে শুরু হয় এই রোগের সংক্রমণ। সেসময় মোট ৪১৯ টি কেস রেকর্ড করা হয়েছিল এবং এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩।

আরও পড়ুন-সেনাবাহিনীতে নিয়োগের নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে পুণে থেকে ধৃত এক

অধিকাংশ ক্ষেত্রে অজানা এই রোগের লক্ষণ হচ্ছে- জ্বর, বমি এবং ইন্টারনাল ব্লিডিং(রক্তপাত)। রোগের লক্ষণ দেখা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হচ্ছে অধিকাংশ রোগীদের। দেশটির আঞ্চলিক পর্যবেক্ষণ কেন্দ্র বিকোরো হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সার্জ এনগালেবাটো বলেছেন, এটিই সত্যিই উদ্বেগজনক। অচিরেই এই রোগ শনাক্ত করতে হবে। নাহলে মহামারি ছড়িয়ে পড়তে পারে।
‘হু’-এর আফ্রিকা দফতর জানিয়েছে, প্রথম ঘটনা ধরা পড়ে বলোকো শহরে তিন শিশু বাদুড়ের মাংস খাওয়ার পরে। তাদের মধ্যে রক্তক্ষরণজনিত জ্বরের লক্ষণ দেখা দেয়। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। বন্যপ্রাণী থেকে মানুষের মধ্যে জীবাণু সংক্রমণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা। ‘হু’ জানিয়েছে, ২০২২ সাল থেকে আফ্রিকায় এই ধরনের রোগ দ্রুত বাড়ছে।গত ১৩ ফেব্রুয়ারি বুমায় একসঙ্গে ৪০০ জনের বেশি ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে।ইকুয়েটুর প্রদেশের দু’টি শহরের অধিবাসীরাই মূলত আক্রান্ত হচ্ছেন এই রহস্যময় অসুখে।

Latest article