প্রতিবেদন : মূল্যবৃদ্ধি-নারী সুরক্ষা-এজেন্সির অপব্যবহার-কেন্দ্রের জনবিরোধী নীতি সহ একগুচ্ছ ইস্যুতে বৃহস্পতিবার দুপুরে বিড়লা তারামণ্ডল থেকে মেয়ো রোড-গান্ধী মূর্তি পর্যন্ত প্রতিবাদ মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস। মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এই মিছিলে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন-কাঁথিতে আবার তৃণমূলে ফিরে এলেন চার নেতা
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে কলকাতার পাশাপাশি জেলাতেও প্রতিবাদ মিছিল হয়। বিলকিস বানো-কাণ্ডে ১১ জন অপরাধীকে মুক্ত করার গুজরাত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদেও এদিন মিছিলে করল মহিলা তৃণমূল কংগ্রেস। কলকাতা সহ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক জেলার মহিলা সদস্যদেরও এই মিছিল করতে বলা হয়েছে দলের তরফে। বৃহস্পতিবার কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে মেয়ো রোডে গান্ধীমূর্তি পর্যন্ত মিছিল করেন মহিলা তৃণমূলের নেত্রী থেকে কর্মী-সমর্থকরা। এদিন মিছিলের সামনের সারিতে ছিলেন ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়, কৃষ্ণা চক্রবর্তী, রত্না চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নিরপেক্ষতার মুখোশ পরে আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন-বহরমপুরে ধিক্কার-মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের
কিন্তু বিজেপির নির্দেশে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে এজেন্সি। বিরোধীদের বেলায় ধরো ধরো আর নিজেদের ক্ষেত্রে ছাড়ো ছাড়ো নীতি প্রয়োগ করা হচ্ছে। বিলকিস বানো-কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ অপরাধীকে গুজরাত সরকার কোন যুক্তিতে খালাস করে দিল মানুষ জানতে চায়। বিজেপির আমলে এটা কি মহিলাদের সম্মান? মহিলাদের কী নিরাপত্তা? এই বিজেপি মহিলাদের জন্য নয়। রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিদিন বাড়ছে, সেদিকে নজর নেই কেন্দ্রের। শুধু বিরোধীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি চলছে। তারই প্রতিবাদে তৃণমূল মহিলা কংগ্রেস রাজপথে।