প্রতিবেদন : রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে বিনাকারণে বিতর্ক বাঁধাতে চাইছে বিজেপি। হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে গিয়ে ফিরহাদের দেওয়া বক্তব্যকে বিকৃত করে প্রচারের মাধ্যমে আগুনে ঘি ঢালার কাজ করছে বাংলা মিডিয়ার একাংশ। সম্প্রতি হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউলের সমর্থনে গিয়ে সন্দেশখালির প্রসঙ্গ টেনে আনেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, সন্দেশখালিকে কলঙ্কিত করেছে বিজেপি। সন্দেশখালির মানুষের নামে কুৎসা রটিয়েছে, দেশের কাছে সন্দেশখালি নিয়ে ভুল বার্তা দিয়েছে। তখনই সন্দেশখালির বাসিন্দা তথা বসিরহাটের পরাজিত বিজেপি প্রার্থীর কথা বলেন মন্ত্রী, যেখানে তিনি বিজেপির ওই মহিলা প্রার্থীকে ‘ভদ্রমহিলা’ বলে সম্বোধন করেন।
আরও পড়ুন-জেট নিয়ে আশা শেষ, বিক্রি করার নির্দেশ সুপ্রিম কোর্টের
কিন্তু বাংলা মিডিয়ার একাংশ সেই অংশ না দেখিয়ে একটা নির্দিষ্ট অংশ প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই নিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ বলেন, আমি ফিরহাদ হাকিমের গোটা বক্তৃতা শুনেছি। ওই বক্তৃতাতেই ফিরহাদ হাকিম সংশ্লিষ্ট বিজেপি নেত্রীকে ‘ভদ্রমহিলা’ বলে উল্লেখ করেছেন। তাও একটা বিপ অংশ দেখিয়ে মন্ত্রীর ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা ঠিক নয়। ফিরহাদ হাকিম তাঁকে ভদ্রমহিলা বলে উল্লেখ করছেন মানে কোথাও তাঁকে অসম্মান করার কোনও ইচ্ছে তাঁর ছিল না। সেখানে একটা নির্দিষ্ট অংশ দেখিয়ে আগের ভদ্রমহিলা শব্দের ব্যবহারটা মুছে ফেলা যায় না। এদিকে কেন্দ্রীয় বিজেপি ‘শাখা সংগঠন’ জাতীয় মহিলা কমিশন রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।