সংবাদদাতা, বালুরঘাট : শিক্ষার মানোন্নয়নে পথ দেখাচ্ছে দক্ষিণ দিনাজপুর। জেলার তপন পূর্ব চক্র অধীনস্থ সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে শুরু হল একই প্রশ্নপত্রে মূল্যায়ন। প্রাথমিকে শিক্ষার্থীদের মূল্যায়নে বাড়তি নজর দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত বিদ্যালয়ে একই প্রশ্নপত্রে মূল্যায়ন যেন প্রশাসনের উদ্ভাবনী ভাবনার তালিকায় নতুন সংযোজন।
আরও পড়ুন-ডায়মন্ড হারবারের সামনে ডোয়াবা, জয়ের ছন্দ ধরে রাখতে চান কিবু
ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানান পরীক্ষামূলক কর্মসূচির জেরে শিক্ষাপ্রেমীদের নজর কেড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন পূর্ব সম্পদ চক্র। উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়গুলিতে মূল্যায়ন নিরবিচ্ছিন্ন হলেও শিক্ষার্থীদের মূল্যায়ন প্রধানত তিনটি পর্বে সম্পন্ন হয়। এবং অধিকাংশ স্কুলগুলিই এই ৩টি পর্বের মূল্যায়নের প্রশ্নপত্র বাজার থেকে কিনত। শিক্ষকদের বক্তব্য, বাজার থেকে কেনা প্রশ্নপত্রের গুণগত মান সঠিক না হওয়ায় শিক্ষার্থীদের মান যাচাইয়ে সমস্যা হত। এরপরেই জেলার তপন পূর্ব সম্পদ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিজয়াশিস ঘটক সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে একই প্রশ্নপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেন।
আরও পড়ুন-ধান কেনায় টেক্কা মারতে মরিয়া পূর্ব বর্ধমান
চক্রের ২৪ জন শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি কমিটি গড়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রশ্নপত্র তৈরি করা হয়। পাশাপাশি, স্কুলগুলিতে পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয় রুটিন ব্যবস্থা, নজরদারি চালানোর জন্য গঠিত হয় একটি টিমও। সোমবার তপন পূর্ব চক্র অধীনস্থ সমস্ত বিদ্যালয়গুলিতে একই প্রশ্নপত্রে তৃতীয় পর্বের মূল্যায়ন শুরু হয়েছে।