প্রতিবেদন : শিয়ালদহের পর হাওড়া স্টেশন। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের অভিনব প্রচারে দারুণ সাড়া মিলল সোমবার। সকাল ১০টায় যখন শুরু হল প্রচার, হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ যাওয়ার রাস্তা তখন ব্যস্ততার তুঙ্গে। হাজার হাজার মানুষ তখন গ্রামগঞ্জ থেকে এসে ট্রেন থেকে নেমে ছুটছেন কাজের জায়গায়।
আরও পড়ুন-বিজেপি-শাসিত মহারাষ্ট্রে গণপিটুনিতে খুন মুসলিম যুবক
যেতে যেতেই শুনলেন, পঞ্চায়েত নির্বাচনে কেন ভোট দেওয়া উচিত তৃণমূলকে। যুক্তি দিয়ে ব্যাখ্যা করলেন মূল উদ্যোক্তা মন্ত্রী অরূপ রায়, হাওড়া জেলা (সদর) তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ, উত্তর হাওড়া এবং দক্ষিণ হাওড়ার বিধায়ক যথাক্রমে গৌতম চৌধুরী ও নন্দিতা চৌধুরী। গোটা এলাকা কার্যত মুড়ে ফেলা হয়েছিল মাইকে। পথচলতি মানুষের সরাসরি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মধ্য হাওড়া ব্লক তৃণমূলের সহ-সভাপতি সুশোভন চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-ধর্মের কথা বলে আপত্তি একত্রবাসে
অরূপ রায় এদিন তাঁর ভাষণে ফুটিয়ে তোলেন মূলত ৩টি বিষয়। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, বিজেপির বিভাজনের রাজনীতি এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার ধারাবাহিক উন্নয়ন। গভীর আত্মবিশ্বাসের সঙ্গে মন্ত্রী অরূপ রায় বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যে অভূতপূর্ব সাড়া মিলেছে, তাঁকে কেন্দ্র করে যে জনজোয়ার দেখা দিয়েছে জেলায় জেলায়, তাতে স্পষ্ট, বিজেপির আবার বিপর্যয় শুধু সময়ের অপেক্ষা।