প্রতিবেদন: কোনও নির্ধারিত নীতি বা আইনি বিধানের অভাবে দেশে অনিয়ন্ত্রিত প্রাইভেট কোচিং সেন্টারের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এই ধরনের কেন্দ্রগুলি ছাত্রদের থেকে অতিরিক্ত ফি নিচ্ছে। শিক্ষার্থীদের উপর অযাচিত চাপের ফলে শিক্ষার্থীরা আত্মহত্যা করছেন এবং এইসব কোচিং সেন্টারগুলিতে অন্যান্য অনেক অপকর্ম সংঘটিত হচ্ছে। লোকসভায় স্বীকার করে নিল কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাবে দেশের শিক্ষাক্ষেত্রে এই চলমান অনিয়ম স্বীকার করে নিয়েছেন।
আরও পড়ুন-বেলাইন হাওড়া থেকে মুম্বইগামী এক্সপ্রেস, মৃতের সংখ্যা বেড়ে ২, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
তৃণমূল সাংসদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, রাজস্থানের কোটায় ছাত্রদের আত্মহত্যার ঘটনা সম্পর্কে সরকারের কাছে কোনও তথ্য আছে কি না। পাশাপাশি কেন্দ্রীয় সরকার উপরিউক্ত সমস্যা নিয়ে কোনও তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে কি না। যাঁরা কোটায় আইএএস এবং আইপিএস-এর প্রশিক্ষণ নিচ্ছেন সেইসব পড়ুয়াদের কাউন্সেলিং করার জন্য সরকার কোনও ব্যবস্থা তৈরি করেছে কি না। এই প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী প্রথমেই জানিয়ে দেন ‘শিক্ষা বিষয়টি কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকাভুক্ত’। রাজস্থানের কোটায় ছাত্রদের ক্রমবর্ধমান আত্মহত্যার ঘটনা নিয়ে কেন্দ্রের কোনও তথ্য অনুসন্ধান কমিটি গঠন করার দায় নেই। শিক্ষার্থীদের আত্মহত্যা সম্পর্কে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ওয়েবসাইটে তথ্য থাকার কথা জানিয়েছেন মন্ত্রী। তবে কোটায় শিক্ষার্থীদের আত্মহত্যা সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু না বললেও দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ব্যক্তিগত কোচিং সেন্টারের অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। কিন্তু এধরনের ব্যক্তিগত কোচিং সেন্টার নিয়ন্ত্রণের জন্য জাতীয় স্তরে কোনও ব্যবস্থার কথা উল্লেখ না করে ধর্মেন্দ্র প্রধান বিভিন্ন রাজ্যের কোচিং সেন্টার নিয়ন্ত্রণ আইনের তথ্য দিয়েছেন তাঁর লিখিত জবাবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, শিক্ষামন্ত্রক গত ১৬ জানুয়ারি কোচিং সেন্টারগুলি নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত আইনি কাঠামো বিবেচনা করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় কোচিং সেন্টারের সংজ্ঞা, শর্তাবলি এবং রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র, ফি সংক্রান্ত সমস্যা, সেন্টার প্রতিষ্ঠার পূর্বশর্ত, সেন্টারের জন্য আচরণবিধি তৈরি, পরিকাঠামোর রূপরেখা-সহ বেশ কয়েকটি মূল দিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।