প্রতিবেদন: রবিবার ফের অশান্তি ছড়াল বিজেপিশাসিত মণিপুরে। এদিন দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ কাঙ্গপোকপির নাখুজাঙ গ্রামে শুরু হয় গোলাগুলি। এতে এক মহিলার মৃত্যুর খবর সামনে এসেছে। স্থানীয় এক বাসিন্দা দাবি করেছেন, ইম্ফল পশ্চিমের কাদাঙ্গবন্দে একটি বাড়ির উপর বোমা ফেলা হয়েছে। ড্রোনে করে সেই বোমা ফেলা হয়। সূত্রের খবর, কাদাঙ্গবন্দে স্থানীয়েরা বাড়ির সামনে পাহারা দিতে শুরু করেছেন। যদিও নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, এই দাবির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।
এদিনের ঘটনায় মৃতের নাম এনগাঙ্গবাম সুরবালা। তাঁর বয়স ৩১ বছর। কাঙ্গপোকপির বাসিন্দা ওই মহিলাকে সেখান থেকে ৪৫ কিলোমিটার দূরে রিজিয়োনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে গুরুতর জখম অবস্থায় যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, কাঙ্গপোকপি কুকি-অধ্যুষিত এলাকা। ইম্ফল পশ্চিমে আবার মেইতেইদের সংখ্যা বেশি। মেইতেইদের দাবি, কুকিরা ওই মহিলাকে খুন করেছে। অন্যদিকে কুকি জনজাতির মানুষজন সমাজমাধ্যমে দাবি করেছেন, কাঙ্গপোকপির কুকি গ্রাম লক্ষ্য করে প্রথম গুলি ছুড়েছিল মেইতেইরাই। উভয় পক্ষই দাবি ও পাল্টা দাবি করেছে। ড্রোনে করে বোমা ফেলার ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। তবে পুলিশ বা প্রশাসন এই নিয়ে নীরব।
২০২৩ সালের মে মাস থেকে কুকি এবং মেইতেই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত বিজেপি রাজ্য মণিপুর। প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। ঘরছাড়া হাজার হাজার মানুষ। উত্তর-পূর্বের এই রাজ্যে লাগামছাড়া নির্যাতনের মধ্যে পড়ছেন মহিলা ও শিশুরা। প্রকাশ্য রাজপথে মণিপুরের নারীদের নগ্ন করে যৌন নির্যাতনের ঘটনা দেখে শিউরে উঠেছে বিশ্ব।