অশান্ত বাংলাদেশ থমকে গেল রফতানি

সোমবার সকালে প্রায় ৩৫০ কাঁচামাল বোঝাই ট্রাক রফতানির জন্য বাংলাদেশ সীমান্তে পৌঁছয়। তবে কোনওরকম ট্রাক ঢুকতে দেওয়া হয়নি।

Must read

সংবাদদাতা, মালদহ ও বালুরঘাট : দীর্ঘ প্রায় এক মাসের উপর অশান্ত রয়েছে বাংলাদেশ। তবে গত দু’দিন সেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এই বিষয়ে শুল্ক দফতর সূত্রে খবর, আজ মহদিপুর সীমান্তে যে সমস্ত কাঁচামালের গাড়ি ছিল তা রফতানি করা হয়েছে। তবে আগামী দু’দিন চলতে পারে অনিশ্চয়তা। তবে পরিস্থিতি ঠিক না হলে বিপুল ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা। একদিনে এই সীমান্ত দিয়ে প্রায় ১৮ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন-সালাউদ্দিনের হ্যাটট্রিক, বড় জয় মোহনবাগানের

সোমবার সকালে প্রায় ৩৫০ কাঁচামাল বোঝাই ট্রাক রফতানির জন্য বাংলাদেশ সীমান্তে পৌঁছয়। তবে কোনওরকম ট্রাক ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি ফুলবাড়ি সীমান্ত হয়ে ওপার বাংলায় বোল্ডার নিয়ে যাওয়া ভুটানের ট্রাক চলাচলও বন্ধ করা হয়েছে। রবিবার পর্যন্ত বাংলাদেশে বোল্ডার নিয়ে যে ট্রাকগুলি গিয়েছিল, সেগুলি এদিন বাংলাবান্ধা সীমান্ত হয়ে ফিরে আসে। বালুরঘাট থেকে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হিলি ছুটে আসেন। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান।

Latest article