মণিকা বাত্রা
টোকিও, ২৬ জুলাই: সোমবার দিনটা ভারতীয় টেবল টেনিসের জন্য খুব খারাপ কাটল। এদিন বিশ্রী ভাবে হেরে মেয়েদের সিঙ্গলস থেকে বিদায় নিলেন মণিকা বাত্রা ও সুতীর্থা মুখোপাধ্যায়। হতাশার মধ্যে একমাত্র প্রাপ্তি ছেলেদের সিঙ্গলসে শরথ কমলের জয়।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টে বিচার চাইল কলকাতা হাইকোর্ট
আশা জাগিয়েও সেই প্রত্যাশাপূরণে ব্যর্থ মণিকা। রবিবার নিজের চেয়ে র্যা ঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে থাকা ইউক্রনের মার্গারিটা পেসোৎস্কার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে জয় ছিনিয়ে নিয়েছিলেন মণিকা। প্রথম ভারতীয় মহিলা টিটি খেলোয়াড় হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছিলেন।
যদিও এদিন অস্ট্রিয়ার সোফিয়া পলকানোভার বিরুদ্ধে্ সরাসরি গেমে ০-৪ ব্যবধানে হেরে সবাইকে হতাশ করেন মণিকা। বিশ্বের ১০ নম্বর মহিলা খেলোয়াড় পলকানোভার কাছে ৮-১১, ২-১১, ৫-১১, ৭-১১ ব্যবধানে উড়ে যান তিনি।
এদিকে, ঘরের মেয়ে সুতীর্থার দিকে তাকিয়েছিল গোটা বাংলা। প্রথম রাউন্ডে জিতে প্রত্যাশার পারদটা উসকে দিয়েছিলেন সুতীর্থাও। তবে সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পর্তুগালের ফু ইউয়ের বিরুদ্ধে ০-৪ ব্যবধানে উড়ে যান সুতীর্থা। ফলে প্রণতি নায়েকের পর আরও এক বঙ্গকন্যা এবারের অলিম্পিক থেকে বিদায় নিলেন।
পর্তুগিজ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এদিন দাঁড়াতেই পারেননি সুতীর্থা। শুরুতেই টানা দুটো গেম হেরে চাপে পড়ে গিয়েছিলেন তিনি. এর পর আর নিজের স্বাভাবিক ছন্দ খুঁজে পাননি। শেষ পর্যন্ত ৩-১১, ৩-১১, ৫-১১, ৫-১১ ব্যবধানে ম্যাচ হেরে যান সুতীর্থা।
আরও পড়ুন-বুথের বাইরে গোলমালও শাস্তিযোগ্য অপরাধ, ৩২ বছরের পুরনো মামলায় রায় সুপ্রিম কোর্টের
তবে সুতীর্থাদের ব্যর্থতা কিছুটাও হলেও ঢাকলেন শরথ কমল। এদিন তিনি পিছিয়ে পড়েও ৪-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন পর্তুগিজ প্রতিপক্ষ তিয়াগো পোলোনিয়ার হাত থেকে। প্রথম গেম হেরে গেলেও, দ্বিতীয় গেম জিতে ম্যাচে ফিরে এসেছিলেন ৩৯ বছর বয়সি শরথ। তবে তৃতীয় গেম হেরে ফের চাপে পড়ে গিয়েছিলেন তিনি। যদিও এর পর টানা দুটো গেম জিতে শেষ পর্যন্ত ২-১১, ১১-৮, ৯-১১, ১১-৬, ১১-৯ ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন শরথ।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…