ডায়মন্ড হারবার নিয়ে অকারণ অপপ্রচার

Must read

প্রতিবেদন : বিচারক-আবাসনে দুষ্কৃতী হামলার ঘটনায় বুধবার ডায়মন্ড হারবার (Diamond Harbour) কোর্টে এসেছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি রাহুল গোস্বামী ও অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে। বিচারকদের সঙ্গে কথা বলার পর তাঁদের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ ও তাঁদের কমপ্লেন লেটার নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাহুল গোস্বামী। তিনি জানান, সিসিটিভির ফুটেজ ও কমপ্লেন লেটারের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার (Diamond Harbour) থানা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কালো কাপড় পড়ে এক দুষ্কৃতী বাইরে ঘোরাঘুরি করছিল। একই সঙ্গে ইলেকট্রিক লাইন ও জলের লাইন কাটার অভিযোগ নিয়েও বিদ্যুৎ দফতর ও অন্যান্য বিভাগের সঙ্গে কথা বলবেন পুলিশ আধিকারিকরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজনকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন পুলিশকর্মীকেও ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। সর্বোপরি পুলিশ সুপার জানিয়েছেন, যে কোনও মূল্যে বিচারকদের আবাসন ও বিচারকেরা যাতে সুরক্ষিত থাকেন, তার জন্য আগামী দিনে যদি কোনও জায়গায় নিরাপত্তার কোনও ফাঁকফোকর থাকে সেগুলোও দেখা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন- কোলাঘাটে কৃষি সমবায় ভোটে ধরাশায়ী বিজেপি, জয়ী তৃণমূল

Latest article