নবি মুম্বই, ১৫ জানুয়ারি : টানা তিন ম্যাচ হারের পর, ডব্লুপিএলের প্রথম জয়ের স্বাদ পেল ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz vs Mumbai Indians )। বৃহস্পতিবার গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে তারা। ইউপির জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হার্লিন দেওল। কঠিন পরিস্থিতিতে ৩৯ বলে অপরাজিত ৬৪ রান এল হার্লিনের ব্যাট থেকে। তাঁকে দারুণ সঙ্গ দিলেন ক্লো ট্রায়ন। তিনি মাত্র ১১ বলে ২৭ রানে অপরাজিত থেকে যান। দুজনে মিলে ২০ বলে ৪৪ রান যোগ করে ইউপিকে ১১ বল হাতে রেখেই জয় উপহার দেন।
আরও পড়ুন-এসআইআর আতঙ্কে মৃত্যু তিন, আত্মঘাতী ১ বিএলও
এদিন অলরাউন্ডার আমোনজ্যোৎ কৌরকে ওপেনে পাঠিয়ে ফাটকা খেলেছিল মুম্বই টিম ম্যানেজমেন্ট (UP Warriorz vs Mumbai Indians )। নিয়মিত ওপেনার গুনালান কমলিনী ৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেও, ৩৩ বলে ৩৮ রান করেন দেন আমোনজ্যোৎ। শেষ দুই ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানো হরমনপ্রীত অবশ্য এদিন মাত্র ১৬ রান করেই আউট হন। ইউপির বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে রানও উঠছিল ধীর গতিতে।
সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন ন্যাট শিভার ব্রান্ট ও নিকোলা ক্যারি। চতুর্থ উইকেটে দু’জনে মিলে ৪৪ বলে ৮৫ রান যোগ করেন। শিভার ৪৩ বলে ৬৫ রান করে আউট হলেও, ২০ বলে ৩২ করে অপরাজিত থেকে যান ক্যারি। রান তাড়া করতে নেমে, অধিনায়ক ম্যাগ ল্যানিংয়ের (২৬ বলে ২৫) সৌজন্যে শুরুটা ভাল করেছিল ইউপি। ফোবে লিচফিল্ড করেন ২২ বলে ২৫ রান। বাকি কাজ অনায়াসে সারেন হার্লিন ও ট্রায়ন।

