প্রতিবেদন : মুখে নারী ক্ষমতায়নের কথা, এদিকে বাস্তবে সেই জঙ্গলরাজ। আদিম যুগের মানসিকতার পরিচয় যোগীরাজ্যে (Uttar Pradesh)। মহিলাদের জামাকাপড়ের মাপ নিতে পারবেন না কোনও পুরুষ দর্জি! শুধু তা-ই নয়, সেলুনে কোনও পুরুষ কর্মী মহিলার চুলও কাটতে পারবেন না! কোনও পুরুষ কর্মীকে মহিলাদের জন্য নিয়োগ করা যাবে না। এই প্রস্তাব উত্তরপ্রদেশের মহিলা কমিশনের। যা নিয়ে দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, নারী নিরাপত্তায় জোর না দিয়ে এবার কি তবে পর্দাপ্রথায় জোর দিচ্ছে যোগী রাজ্য? সবথেকে বড় বিষয়, মহিলা কমিশন নারী ক্ষমতায়ন, নারী স্বাধীনতা নিয়ে কথা বলে। এখানে মহিলা কমিশনই মহিলাদের একটা গণ্ডিতে সীমাবদ্ধ করছে। দেশজুড়ে প্রবল চাপের মুখে পড়ে যোগীরাজ্যের (Uttar Pradesh) মহিলা কমিশন সাফাই ঝাঁপি খুলেছে। কমিশনের তরফে বক্তব্য, মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে হেনস্থা রুখতেই এই ভাবনা। গত ২৮ অক্টোবর একটি বৈঠকে এই প্রস্তাব রাখেন কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান। মহিলা কমিশনের অন্যান্য সদস্যরা তাঁর এই প্রস্তাবকে সমর্থন করেন বলে জানিয়েছেন আর এক সদস্য হিমানী আগরওয়াল। যদিও মহিলা কমিশনের পক্ষ থেকে সাফাই দেওয়ার পরেও থামেনি সমালোচনা। মহিলারাই এই নিয়মের তীব্র সমালোচনা করে ক্ষোভ উগরে দিয়ে বলছেন, যোগীরাজ্যে নারী নির্যাতনের বাড়বাড়ন্ত, সেখানে নারী নিরাপত্তায় জোর না দিয়ে অবান্তর নিয়ম কেন?
আরও পড়ুন- টানা ৩ দিন ৩৭০ ইস্যুতে উত্তপ্ত কাশ্মীর বিধানসভা! বের করে দেওয়া হল বিজেপি বিধায়কদের