ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে বাংলায় ২৪ থেকে ২৬ দুর্যোগের সম্ভাবনা

বৃহস্পতিবারের মধ্যে তা অতি-গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমার যেকোনও স্থলভাগে আছড়ে পড়তে পারে।

Must read

প্রতিবেদন : কালীপুজোর আগেই রাজ্যে তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ডানা। আগামী সপ্তাহের শুরুর দিকেই সাগরে তৈরি হবে নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে তা অতি-গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমার যেকোনও স্থলভাগে আছড়ে পড়তে পারে। সেক্ষেত্রে বাংলার উপকূলবর্তী এলাকাতেও ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা তৈরি হবে। হাওয়া অফিসের তরফে মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবারের পর থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছেন, বুধবারের মধ্যে তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-অনন্তর হাতে নিগৃহীত সন্ন্যাসীর পাশে সাংসদ

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার মধ্য আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার সেই সিস্টেম নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। বুধবার মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। কাতারের দেওয়া ‘ডানা’ নাম নিয়ে সেই ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে ওড়িশা থেকে বাংলাদেশের খুলনার মধ্যে যেকোনও উপকূলে। গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটারে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। নিম্নচাপের প্রভাবে রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে রাজ্যের দক্ষিণে। বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে।

আরও পড়ুন-রায়গঞ্জ হাসপাতালে বসছে অতিরিক্ত ২০০ সিসি টিভি

ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের দক্ষিণে রবিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। মঙ্গল থেকে ফের হাওয়া বদল হবে। সমুদ্রে প্রায় ৫৫ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়বে হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পরিমাণ। বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। পরবর্তী শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে।
কলকাতাতেও রবিবার থেকে দিনভর শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না বললেই চলে। নিম্নচাপের জেরে উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি না হলেও দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

Latest article