নিশানায় ময়মনসিংহে উপেন্দ্রকিশোরের বাড়ি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী শুধু সত্যজিৎ রায়ের ঠাকুরদা হিসেবেই পরিচিত নন, তিনি ছিলেন ‘সন্দেশ’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও শিশুসাহিত্যের পথিকৃৎ

Must read

প্রতিবেদন : বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের ঠাকুরদা ও খ্যাতনামা সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটে ভেঙে ফেলার খবর সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় এক্স (সাবেক ট্যুইটার)-এ দেওয়া পোস্টে তিনি বিষয়টিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী লেখেন, রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও জানান, এই ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণের জন্য তিনি বাংলাদেশ সরকার এবং শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের কাছে আবেদন জানাচ্ছেন। সে-দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্মৃতিচিহ্ন হিসেবে উপেন্দ্রকিশোরের ওই পৈতৃক বাড়ি সংরক্ষণের দাবিও বহুদিনের, তবে সম্প্রতি সেই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে বলেই খবর। মুখ্যমন্ত্রী এ-বিষয়ে ভারত সরকারকেও দৃষ্টি দেওয়ার অনুরোধ করেছেন।

আরও পড়ুন-ম্যারাথন রানার ফৌজা সিংকে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার অমৃতপাল

উল্লেখ্য, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী শুধু সত্যজিৎ রায়ের ঠাকুরদা হিসেবেই পরিচিত নন, তিনি ছিলেন ‘সন্দেশ’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও শিশুসাহিত্যের পথিকৃৎ। তাঁর উত্তরসূরিরা বাংলা সাহিত্যের এক গৌরবময় অধ্যায় রচনা করেছেন।

Latest article