প্রতিবেদন: সারা দেশেই বেড়েছে ডিজিটাল লেনদেন। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকারদের দৌরাত্ম্য। নিস্তার পাচ্ছেন না ইউপিআই (UPI) অ্যাকাউন্টের গ্রাহকরাও। ইতিমধ্যেই এই নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে সরকার।
কীভাবে ‘জাম্পড ডিপোজিট স্ক্যামে’র ফাঁদে পড়ছেন ইউপিআই ব্যবহারকারীরা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর জন্য একটি পন্থা অবলম্বন করছে হ্যাকারদের দল। প্রথমেই তাঁরা একজন ইউপিআই ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছোট অঙ্কের টাকা পাঠিয়ে দিচ্ছে। দ্বিতীয় ধাপে গ্রাহকের মোবাইল ফোনে আসছে নোটিফিকেশন। সেখানে তাকে অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষার কথা বলা হচ্ছে।
আরও পড়ুন-এবার তলব বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারকে
গ্রাহক নোটিফিকেশন পেয়েই সেখানে ক্লিক করছেন। নোটিফিকেশনে ‘কালেক্ট মানি’ শব্দবন্ধ লেখা থাকছে। ফলে কোনও রকমের সন্দেহ না করে ইউপিআই ব্যবহারকারী পিন লিখে দিচ্ছেন সেখানে। সঙ্গে সঙ্গে সেটি চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। এরপর ওই পিনের সাহায্যেই গ্রাহকদের অ্যাকাউন্ট খালি করে চম্পট দিচ্ছে হ্যাকারদের দল।