ঢাকা: ডিসেম্বরের শেষ সপ্তাহেই লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা বিএনপির শীর্ষনেতা তারেক রহমানের। দেশে ফিরেই ভোটার তালিকায় নিজের নাম ওঠানোর আবেদন করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (Tarique Rahman)। সোমবার বিকেলে ঢাকার আগারগাঁওতে নির্বাচন ভবনে মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকের পর এই খবর জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ২৫ ডিসেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছেন। ২৭ ডিসেম্বর তিনি ভোটার তালিকায় নিজের নাম ওঠানোর জন্য পদক্ষেপ করবেন।
আরও পড়ুন-ঢাকা ও দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানাল রাশিয়া
হাসিনা জমানার মামলায় আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তারেক রহমানের (Tarique Rahman) বিরুদ্ধে। গত ১৭ বছর ধরে লন্ডনে রয়েছেন তিনি। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের জমানায় গ্রেফতার হন তারেক। ২০০৮ সালে জেল থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে ব্রিটেনে চলে গিয়েছিলেন। এর পর থেকে তিনি সেই দেশেই রয়েছেন। ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের জমানায় গ্রেনেড হামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি-সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলা থেকে তারেককে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে দেশে ফিরলে গ্রেফতার হওয়ার ঝুঁকি আপাতত নেই তাঁর। সম্প্রতি জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ। সেই আবহেই ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন খালেদাপুত্র তারেক রহমান।

