প্রতিবেদন: মহারাষ্ট্রে মন্ত্রীর বাড়িতে নগদ টাকার পাহাড় ঘিরে বিরাট রাজনৈতিক বিতর্ক ও চাঞ্চল্য শুরু হয়েছে। শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত শুক্রবার শিন্ডে সেনার নেতা সঞ্জয় শিরসাতের একটি ভিডিও শেয়ার করে দুর্নীতি ইস্যুতে বিজেপি জোট সরকারকে তীব্র কটাক্ষ করেছেন। বিতর্কিত ভিডিওটিতে মন্ত্রী শিরসাতকে তাঁর বাড়িতে নগদ টাকাভর্তি একটি বিরাট সাইজের ব্যাগ নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে। এই দৃশ্য দেখে শিবসেনা নেতা রাউত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে বিষয়টি নিয়ে তদন্তের পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন-ধ্বংস অর্থনীতি, অবাধে চলছে লুঠপাট, ফের ইউনুসকে বিঁধলেন শেখ হাসিনা
ভিডিওটিতে দেখা যায়, মহারাষ্ট্রের সমাজকল্যাণমন্ত্রী শিরসাত শয়নকক্ষে বসে সিগারেট টানছেন এবং পাশে নগদ টাকায় ভরা একটি খোলা ব্যাগ রাখা আছে। কাছাকাছি আরও একটি স্যুটকেস দেখা যাচ্ছে। ভিডিওতে একটি পোষা কুকুরকেও দেখা যায়। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ ভিডিওটি শেয়ার করে রাউত হিন্দিতে লিখেছেন, এই রোমাঞ্চকর ভিডিওটি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেখা উচিত। দেশে কী চলছে! (মহারাষ্ট্রের একজন মন্ত্রীর এই ভিডিও অনেক কিছু বলছে)। সংবাদমাধ্যম যখন শিরসাতের কাছে রাউতের অভিযোগ এবং ভিডিও সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চায়, তখন তিনি তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ করেন এবং বলেন যে তিনি টাকা সম্পর্কে কিছুই জানেন না। শিরসাতের দাবি, আমি একটি ট্যুর থেকে ফিরে এসেছিলাম। পোশাক খুলে আমার শয়নকক্ষে বসেছিলাম। আমার পোষা কুকুরটি আমার সাথে ছিল। হয়তো সেই সময় কেউ ভিডিওটি শুট করেছে। আমি টাকা সম্পর্কে কিছুই জানি না। যদি আমাকে এত টাকা রাখতে হত, তবে আমি তা আলমারিতে রাখতাম। কেউ নিশ্চয়ই ভিডিও বানিয়ে ইচ্ছাকৃতভাবে একটি আখ্যান তৈরি করছে। ঘটনাচক্রে এই ভিডিওটি সামনে এসেছে শিরসাতকে (ঔরঙ্গাবাদ পশ্চিম কেন্দ্রের বিধায়ক) আয়কর দফতর একটি নোটিশ পাঠানোর একদিন পর। শিরসাত বলেন, আমি দ্রুত কেন্দ্রীয় সংস্থাকে নিজের অবস্থান স্পষ্ট করব। আমি কোনও চাপের মধ্যে নেই।