প্রতিবেদন : সরকারের সমালোচক বা অপছন্দের কেউ হলেই হেনস্থার হাতিয়ার বুলডোজার। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বুলডোজার ব্যবহার করে দমন-পীড়নের নীতি মোদি জমানার স্বাভাবিক চিত্র। পথ দেখিয়েছিল উত্তরপ্রদেশ। অন্য গেরুয়া রাজ্যগুলিও তা অনুসরণ করছে। আদালত একাধিকবার ভর্ৎসনা করলেও বদল হয়নি সেই নীতির। এবার শীর্ষ আদালতে কড়াভাবে ভর্ৎসিত হল যোগীরাজ্যের প্রয়াগরাজ উন্নয়ন পর্ষদ। মানুষের মৌলিক বাসস্থানের অধিকারের কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ করার পদক্ষেপ নিয়ে যে ছেলেখেলা করেছে রাজ্য প্রশাসন, তার কড়া সমালোচনা করেছে দেশের শীর্ষ আদালত। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবার-পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন-প্রাচীন মনসাপুজো করতে হয় ভক্তদেরই
নানা অভিযোগের অছিলায় প্রয়াগরাজে বুলডোজার চালিয়ে বাড়ি ভাঙার ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্তরা দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এক আইনজীবী, একজন অধ্যাপক ও আরও তিনজন। সেই মামলায় বিচারপতি অভয় এস ওকা তাঁর পর্যবেক্ষণে কার্যত যোগী প্রশাসনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। যেখানে ১৮ ডিসেম্বর বাড়ি ভাঙা সংক্রান্ত হুঁশিয়ারি দিয়ে নোটিশ জারি হয়, সেখানে সেই নোটিশ আদৌ পৌঁছয়নি অভিযোগকারীদের বাড়িতে। অথচ সেইদিনই দুবার নোটিশ পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ হেনস্থার সাফাই দিয়ে পরিকল্পিত মিথ্যাচার করে বিজেপি প্রশাসন। আবার সেই একই নোটিশ ২১ জানুয়ারি টাঙিয়ে দেওয়ার উল্লেখ করা হয়েছে। অথচ ২১ তারিখে সেই নোটিশ রেজিস্টার্ড পোস্টে পাঠানো হয়। সেই নোটিশ পোস্ট মারফত ৬ মার্চ পৌঁছয় অভিযোগকারীদের কাছে। আর বিন্দুমাত্র সময় না দিয়ে পরদিন ৭ মার্চই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। মানুষ বাড়িতে উপস্থিত কিনা, তা না দেখেই নোটিশ টাঙিয়ে দিয়ে নোটিশ জারির দাবি করেছে প্রশাসন। উত্তরপ্রদেশ প্রশাসনের কাজের পদ্ধতি নিয়ে তাই সঙ্গত প্রশ্ন তোলেন বিচারপতি। শীর্ষ আদালত মনে করে যার বাড়ি ভাঙা হচ্ছে, তিনি কোনও বক্তব্য রাখার সুযোগই পাননি। শুনানির সময় অভিযোগকারীর পক্ষের আইনজীবী দাবি করেন, নতুন করে বাড়ি তৈরির ক্ষমতা তাঁদের নেই। এরপরই প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…