নয়াদিল্লি, ১০ অগাস্ট : প্যারিস গিয়েছিলেন সোনা জয়ের স্বপ্ন নিয়ে। কিন্তু থামতে হয় ব্রোঞ্জ পেয়ে। অলিম্পিকে টানা দুবার হকিতে ব্রোঞ্জ জয়ও কম কৃতিত্বের নয়। এমনটাই মনে করছেন মনপ্রীত সিং। দেশে ফিরে অধিনায়ক হরমনপ্রীত সিং জানিয়েছেন, মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন এবং অ্যাডভেঞ্চার স্পেশালিস্ট মাইক হর্নের বুট ক্যাম্প মানসিক শক্তি বাড়িয়েছে খেলোয়াড়দের।
আরও পড়ুন-আইপিএলে আরটিএম নিয়মের বিপক্ষে অশ্বিন
দেশে পা রেখেই রাজকীয় সংবর্ধনা পান হরমনপ্রীতরা। ভারত অধিনায়ক বলেন, ‘‘এই দলের মানসিক শক্তি সম্পূর্ণ আলাদা। অলিম্পিকে আমরা সবাই একজোট ছিলাম। দল পিছিয়ে পড়লে বা পরিস্থিতি অনুকূলে না থাকলে আমরা পরস্পরের পাশে থেকেছি।’’ হরমনপ্রীত যোগ করেন, ‘‘টিম স্পিরিটের ক্ষেত্রে আপটনের বড় ভূমিকা ছিল। মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করেছে ওঁর ক্লাস। এমনকি অলিম্পিকের আগে মাইক হর্নের সঙ্গে তিন দিনের বুট ক্যাম্প খেলোয়াড়দের বন্ধন মজবুত করেছে। তাই মানসিকভাবে গোটা টুর্নামেন্টে আমরা খুব ভাল জায়গায় ছিলাম।’’ হরমনপ্রীত আরও বলেন, ‘‘পিআর শ্রীজেশ হকির কিংবদন্তি। আমরা ভাইয়ের মতো। আমি চেয়েছিলাম ও আরও কয়েক বছর খেলা চালিয়ে যাক। কিন্তু দিনের শেষে সিদ্ধান্তটা একান্তই তাঁর ব্যক্তিগত।’’