প্রতিবেদন : দীর্ঘদিন থেকেই দাবি উঠেছিল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়া হোক। এবার সেই দাবিতেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিপিএস পরীক্ষায় উর্দু, সাঁওতালি (Urdu- Santali) ও হিন্দি ভাষা সংযোজিত করা হল। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মূলত সিভিল সার্ভিসের দিকে বাংলার ছেলেমেয়েদের আগ্রহী করে তোলার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২০১৬ সাল থেকে জেলায় জেলায় বিভিন্ন স্কুলে এবং কলেজে ডব্লিউবিসিএস-এর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে কর্তব্যরত আইএএস, আইপিএস,ডব্লিউবিসিএস অফিসারদের নিয়ে বিশেষ টিম তৈরি করা হয়েছে। তাঁরাই প্রশিক্ষণ দিচ্ছেন। জেলায় জেলায় উৎসাহী পড়ুয়াদের কোচিং দেওয়া থেকে শুরু করে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য অনুপ্রেরণাও জোগাবেন এই টিমের সদস্যরা। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র ছাত্রীরা যাতে সমানভাবে পড়াশোনার সুযোগ পায় এবং এগিয়ে আসার সুযোগ থাকে সেই জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন- আট কোটির ভিনদেশি আলোয় সেজেছে গঙ্গাসাগর