লাস ভেগাস, ৭ জুলাই : এ কোন ব্রাজিল! সাম্বা ছন্দ ক্রমশ অস্তমিত। দশজনের উরুগুয়েকেও হারাতে পারল না ভিনিসিয়াস জুনিয়রহীন ব্রাজিল (Brazil)। গত কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। দু’বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার কোপা আমেরিকার শেষ আটেও টাইব্রেকারে হেরে ছিটকে যেতে হল সেলেকাওদের। ‘দেজা ভু’ বোধহয় একেই বলে। টাইব্রেকারে ৪-২ গোলে ব্রাজিলকে হারিয়ে কোপার শেষ চারে পৌঁছে গেল উরুগুয়ে।
ম্যাচের প্রথম মিনিট থেকে শরীর নির্ভর ‘রাফ অ্যান্ড টাফ’ ফুটবল খেলা শুরু করেছিল উরুগুয়ে। ম্যানুয়েল উগারতে, নিকোলাস দে লা ক্রুজদের বিরুদ্ধে অস্তিত্ব সংকটে ভুগতে থাকা ব্রাজিলের (Brazil) এলোমেলো ফুটবল লাস ভেগাসের গ্যালারিতে থাকা সাম্বা সমর্থকদের নিশ্চয়ই হতাশা বাড়িয়েছে। উরুগুয়ের ফুটবলাররা হাইপ্রেসিং ফুটবল খেলে বুঝিয়ে দিতে চেয়েছে, ব্রাজিল তোমরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারো। আমরা কিন্তু কোপা আমেরিকায় তোমাদের থেকে এগিয়ে। আর্জেন্টিনার সঙ্গে যুগ্মভাবে ১৫ বারের চ্যাম্পিয়ন আমরা!
আরও পড়ুন: টেস্ট বিশ্বকাপ পর্যন্ত রোহিতই অধিনায়ক, জানিয়ে দিল বিসিসিআই
কার্ড সমস্যায় ভিনিসিয়াস না থাকার অভাব প্রতি মুহূর্তে বোঝা গিয়েছে। রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকারের জায়গায় যাঁকে এদিন খেলিয়েছেন ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র, ১৭ বছরের সেই বিস্ময় প্রতিভা এনড্রিককে গোটা ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি। গোটা ম্যাচে বলার মতো মাত্র দুটো সুযোগ পেয়েছিল ব্রাজিল। দুটোই কাজে লাগাতে পারেননি রাফিনহা, রদ্রিগোরা। টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক উরুগুয়ানদের মধ্যে ম্যাচ জেতার তাগিদ ছিল অনেক বেশি। ডারউইন নুনেজরাও গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। ৭৪ মিনিটে নাহিতান নানদেজ লাল কার্ড দেখায় দশজন হয়ে যায় উরুগুয়ে। এরপরও আরও কুড়ি মিনিট সময় পেয়েও সুযোগটা নিতে পারেনি ব্রাজিল।
নির্ধারিত ৯০ মিনিট ম্যাচ গোলশূন্য থাকায় খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। গত বিশ্বকাপের মতো সেখানেও চূড়ান্ত ব্যর্থ ব্রাজিল। এদের মিলিতাওয়ের নেওয়া প্রথম শট বাঁচিয়ে দেন উরুগুয়ের গোলকিপার সার্জিও রোচেত। আর ডগলাস লুইস মারেন পোস্টে। হিমিনেজের শট ব্রাজিল গোলকিপার অ্যালিসন সেভ করলেও টাইব্রেকারে বাকি চারটি গোলই করেছে উরুগুয়ে।
কোপা থেকে বিদায়ের পর ব্যর্থতার দায় নিলেও সাফাইয়ের সুর ব্রাজিল কোচ ডোরিভালের গলায়। মার্সেলো বিয়েলসার দলের প্রশংসা করে ডোরিভাল বলেছেন, ‘‘আমি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর মাত্র আটটি ম্যাচে কোচিং করিয়েছি। দলটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সময় লাগবে। এটা আমাদের প্রত্যাশিত ফল নয়। উন্নতির অনেক জায়গা রয়েছে। এখন আমাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জনই লক্ষ্য।’’