আন্তর্জাতিক

ভারতকে শুল্ক-হুঁশিয়ারি দেওয়ার পরই পাকিস্তানের সঙ্গে মার্কিন চুক্তি

প্রতিবেদন: শুক্রবারের মধ্যে বাণিজ্যিক চুক্তি না করলে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর তার ঠিক পরপরই তাঁর ঘোষণা, মার্কিন প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছে, যার অধীনে উভয় দেশ ইসলামাবাদের তেল মজুত উন্নয়নে একসাথে কাজ করবে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন, আমরা সবেমাত্র পাকিস্তানের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছি, যার মাধ্যমে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশাল তেল মজুত উন্নয়নে একসাথে কাজ করবে। ট্রাম্প আরও যোগ করেন, আমরা এই অংশীদারিত্বের নেতৃত্ব দেওয়ার জন্য তেল কোম্পানি নির্বাচন করার প্রক্রিয়ায় আছি। কে জানে, হয়তো একদিন তারা ভারতেও তেল বিক্রি করবে!

আরও পড়ুন-এআই দিয়ে গলা নকল, ভিডিও দিয়ে সচেতনতার বার্তা কলকাতা পুলিশের

তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন তিনি ভারতের পণ্যের উপর ২৫% শুল্ক এবং রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের উপর ‍‘একটি অনির্দিষ্ট জরিমানা’ আরোপের ঘোষণা করেছেন। ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প (Donald Trump) জানান, এই ব্যবস্থাগুলি ১ অগাস্ট থেকে কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, তারা সবসময় তাদের সামরিক সরঞ্জামের বেশিরভাগই রাশিয়া থেকে কিনেছে। পাশাপাশি চিন-সহ রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা ভারতই। ট্রাম্পের ব্যাখ্যা, রাশিয়ার জন্যই যুদ্ধ থামছে না। ইউক্রেনে আগে হত্যালীলা বন্ধ করুক মস্কো। তা না হলে রাশিয়া থেকে যারা তেল কিনছে তাদেরও খেসারত দিতে হবে।
এদিকে পাকিস্তানের সঙ্গে নতুন চুক্তির যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন তার আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে বৈঠক করেন। বৈঠকের পর দার বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি ‍‘খুব কাছাকাছি’ আছে। দার এবং রুবিও গুরুত্বপূর্ণ খনিজ ও খনিজ শিল্পে বাণিজ্য ও সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। রয়টার্সের খবর অনুযায়ী, দার ছাড়াও অন্য পাকিস্তানি কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলিতে বাণিজ্য আলোচনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র লাগাতার সফর করেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধির ওয়েবসাইট অনুসারে, ২০২৪ সালে পাকিস্তানের সাথে আমেরিকার মোট পণ্য বাণিজ্য ৭.৩ বিলিয়ন ডলার অনুমান করা হয়েছে, যা ২০২৩ সালের প্রায় ৬.৯ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়েছে। তথ্য দেখা যাচ্ছে যে ২০২৪ সালে পাকিস্তানের সাথে মার্কিন পণ্য বাণিজ্য ঘাটতি ছিল ৩ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৫.২% বৃদ্ধি পেয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago