দেশের সমৃদ্ধিতে প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে গবেষণা, অর্থনীতিতে নোবেল পেলেন ৩ গবেষক

Must read

অর্থনীতিতে নোবেল (2024 Nobel economics prize) পেলেন তিন মার্কিন গবেষক। সোমবার বিকেল পৌনে চারটে নাগাদ এই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। তিন মার্কিন গবেষক হলেন ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন। বিভিন্ন দেশের উন্নতির মধ্যে বৈষম্যের বিষয়টি তুলে ধরে এবার অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও দেশের সমৃদ্ধির ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব কতটা, তা তুলে ধরেছেন নোবেল প্রাপ্ত ৩ অর্থনীতিবিদ। নোবেল পুরস্কার কমিটি ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, ‘ইউরোপীয় উপনিবেশকারীদের গঠিত বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো বিশ্লেষণ করেছেন তাঁরা। এমনকি এই ৩ গবেষক প্রতিষ্ঠান ও সমৃদ্ধির মধ্যে সম্পর্ক রয়েছে, এমনটা প্রমাণ করতে পেরেছেন।’

আরও পড়ুন- আদালতে ফের ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ!

অর্থনীতিতে তিন নোবেল (2024 Nobel economics prize) জয়ীর মধ্যে ড্যারন অ্যাসেমোগ্লুর জন্ম ১৯৬৭ সালে তুরস্কে। সিমন জনসন ইংল্যান্ডের শেফিল্ডের বাসিন্দা। তাঁর জন্ম ১৯৬৩ সালে। উভয়েই এমআইটি-র অধ্যাপক। জেমস রবিনসন আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নোবেলজয়ীরা নোবেল পদক ছাড়াও পাবেন একটি সনদপত্র এবং মোট ১১ বিলিয়ন সুইডিশ ক্রোনা, ভারতীয় মুদ্রায় যার মূল্য আট কোটি ৯০ লক্ষ টাকারও বেশি। উল্লেখ্য, এখনও পর্যন্ত ৫৬ বার অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে মোট প্রাপকের সংখ্যা ৯৬। তাদের মধ্যে রয়েছেন ভারতের অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

Latest article