জাতীয়

নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সেন্টিনেল দ্বীপে প্রবেশ করে গ্রেফতার মার্কিন নাগরিক

আন্দামানের (Andaman) নর্থ সেন্টিনেল দ্বীপে প্রবেশ করার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ আছে। সেই নিষেধাজ্ঞা পাত্তা না দিয়েই আন্দামানের নর্থ সেন্টিনেল দ্বীপে এক মার্কিন নাগরিক ঢুকে পড়েছিলেন। এরপরেই সংরক্ষিত উত্তর সেন্টিনেল দ্বীপ এলাকায় প্রবেশ করার অভিযোগে মার্কিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মাইখাইলো ভিক্টোরোভিচ পলিয়াকভ । ২৪ বছর বয়সী ওই মার্কিন যুবক অনুমতি ছাড়াই উত্তর সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেছিলেন। গত ৩০ মার্চ, নৌকা করে উত্তর সেন্টিনেল দ্বীপের উত্তর-পূর্ব এলাকার গিয়েছিলেন ওই যুবক। গত ৩১ মার্চ তাঁকে গ্রেফতার করেছে সিআইডি।

আরও পড়ুন-কলকাতা মেডিক্যাল কলেজে শিশুদের লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় চালু নতুন বিভাগ

ওই মার্কিন যুবক গত ২৬ মার্চ পোর্ট ব্লেয়ারে আসেন। কুরমা ডেরা বিচ থেকে উত্তর সেন্টিনেল দ্বীপে গিয়েছিলেন মাইখাইলো ভিক্টোরোভিচ পলিয়াকভ। পুলিশ সূত্রে খবর, ২৯ মার্চ রাত ১টা নাগাদ কুরমা ডেরা থেকে একটি নৌকা করে ওই দ্বীপের দিকে গিয়েছিলেন তিনি। সেন্টিনেল দ্বীপে থাকা বাসিন্দাদের জন্য নারকেল এবং এক ক্যান কোলা নিয়ে গিয়েছিলেন তিনি। অনুমোদন না নিয়েই ওই দ্বীপে গিয়েছিলেন তিনি। তিনি বাইনোকুলার দিয়ে গোটা এলাকা পর্যবেক্ষণ করেন। কাউকে দেখতে না পেয়ে শিস দিয়েছিলেন। সেখানে নেমে বালি সংগ্রহ করে ওই যুবক। ফিরে আসার সময়ে একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন তিনি। সেদিনই সন্ধ্যাবেলা কুরমা ডেরাতে ফিরে আসেন তিনি।

আরও পড়ুন-”মানসিক চাপ নেবেন না” পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

আন্দামানের ডিজিপি জানিয়েছেন ওই যুবক আর কোথায় কোথায় গিয়েছিলেন জানার চেষ্টা করছে পুলিশ। ওই দ্বীপে যাওয়ার সময়ে জিপিএস নেভিগেশন ব্যবহার করেছেন ওই যুবক। প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে তিনি উত্তর সেন্টিনেল দ্বীপে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু হোটেলে কর্মীরা তাকে বাধা দেয়। চলতি বছর জানুয়ারি মাসে আন্দমানে এসেছিলেন তিনি। তখন বেআইনিভাবে বারাতাং দ্বীপপুঞ্জে গিয়ে জারোয়া উপজাতির বাসিন্দাদের ছবি তুলেছিলেন ওই যুবক। উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী সেন্টিনেলিজদের একটি ঝুঁকিপূর্ণ উপজাতি গোষ্ঠী হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাই ওই এলাকায় প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে যেতে হলে অনুমতি নিতে হয়। কিন্তু এই ব্যক্তি সেসবের ধরে কাছে না গিয়ে সেখানে গিয়ে নিজের মত সময় কাটাতে শুরু করেন। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

40 seconds ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

9 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

34 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago