মণিপুর ও জম্মু-কাশ্মীর ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা! সতর্ক আমেরিকার

Must read

ফের আন্তর্জাতিক স্তরে মুখ পুড়ল ভারতের। নিরাপত্তার ইস্যুকে সামনে রেখে ভারতের একাধিক রাজ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল হোয়াইট হাউস। তালিকায় নাম রয়েছে মণিপুর, জম্মু ও কাশ্মীরের মতো পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ দুই রাজ্য। পাশাপাশি মাওবাদী অধ্যুষিত পূর্ব ও মধ্য ভারতের বেশকিছু এলাকাতেও এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আমেরিকার বিদেশ দফতর থেকে জারি করা ‘ভারত ভ্রমণ সংক্রান্ত সংশোধিত পরামর্শ’ শীর্ষক ওই নির্দেশিকায় বলা হয়েছে, অপরাধ এবং সন্ত্রাসবাদ বাড়ার কারণে ভারত ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে। সেই কারণেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদিকে একাধিকবার আমেরিকা সফরে যেতে দেখা গিয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে গর্ব করে বাইডেন সরকারের সঙ্গে এদেশের সখ্যতার কথা প্রচার করা হয়। অথচ দেখা গেল নিজের দেশের নাগরিকদের ভারতে ঘুরতে যেতেই বাধা দিচ্ছে আমেরিকার সরকার। গত কয়েক মাসে দেশের একাধিক শহরে যেভাবে বিদেশি পর্যটকদের হেনস্থা, এমনকি ধর্ষিত হওয়ার খবর সামনে এসেছে তাতে হোয়াইট হাউসের এই সিদ্ধান্তে যথেষ্ট ব্যাকফুটে নতুন কেন্দ্রের এনডিএ সরকার।

আরও পড়ুন-দেশে বাংলাতেই প্রথম! রেশনকার্ডের ভুল সংশোধন করা যাবে এবার অনলাইনেই

বিগত এক দেড় বছর ধরে অশান্তির কারণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে মণিপুর। জম্মু ও কাশ্মীর-সহ পাকিস্তান সীমান্তের বিভিন্ন এলাকায় ক্রমাগত সন্ত্রাসবাদি হামলায় নিজেদের দেশের নাগরিককে সেখানে পাঠাতে ভয় পাচ্ছে আমেরিকা। যদিও পূর্ব লাদাখ এবং লেহ-তে যাওয়ার ক্ষেত্রে কোনও সতর্কতা জারি করা হয়নি কিন্তু বাইডেন সরকারের সিদ্ধান্তে ভারতের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদেশি পর্যটকদের ভ্রমণসূচি বাতিল হওয়া এদেশের পর্যটন ব্যবসার ক্ষেত্রে শুভ লক্ষণ নয়। মার্কিন নাগরিকদের ভ্রমণের সুরক্ষার নিরিখে সামগ্রিকভাবে ভারতকে লেভেল ২-এ রাখা হয়েছে। কিন্তু দেশের বেশ কয়েকটি অংশকে (কাশ্মীর, মনিপুর, মধ্য এবং পূর্ব ভারতের কিছু এলাকা) লেভেল ৪-এ রাখা হয়েছে।

Latest article