প্রতিবেদন: পাকিস্তানে (Pakistan) ভ্রমণের ব্যাপারে মার্কিন নাগরিকদের প্রতি চরম সতর্কবার্তা ট্রাম্প প্রশাসনের। বলা হয়েছে, পাকিস্তানে কেউ যাবেন না। যখন তখন হামলা হতে পারে। বিশেষ করে পাকিস্তানের ভারত-পাক সীমান্তের কোনও এলাকাতে মার্কিন নাগরিকরা যাতে কোনওভাবেই সফর না করেন তার জন্য জারি করা হয়েছে সতর্কতা। মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসনের জারি করা অ্যাডভাইসারিতে স্পষ্ট বলা হয়েছে, সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে পাকিস্তান ভ্রমণ পুনর্বিবেচনা করুন।
আরও পড়ুন-বালুচিস্তানে গুলিতে ঝাঁঝরা কুলভূষণ অপহরণের খলনায়ক
শুধুমাত্র ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকাই নয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখা, বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় যেতেও মার্কিন নাগরিকদের নিষেধ করেছে ট্রাম্প-সরকার। বলা হয়েছে, পর্যটক বা বিদেশিদের পক্ষে তো নয়ই, স্থানীয় বাসিন্দাদের জন্যও নিরাপদ নয় পাকিস্তান। কেন এই সতর্কবার্তা তার ব্যাখ্যাও দিয়েছে আমেরিকা। তাদের যুক্তি, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর পাকিস্তানে হামলার পরিকল্পনা অব্যাহত। বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়াকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে ঘনঘন সন্ত্রাসবাদী হামলা এবং সশস্ত্র সংঘাতপ্রবণ এলাকা হিসেবে। আচমকা হামলায় কীভাবে প্রাণ হারান অজস্র মানুষ, কেমন করে দোকান-বাজার-শপিং মল থেকে শুরু করে ধর্মীয় স্থান, স্কুল-কলেজ, বিমানবন্দর এমনকী হাসপাতালও সন্ত্রাসবাদীদের আক্রমণের লক্ষ্য হয়ে উঠছে, সতর্কবার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তারও। নিস্তার নেই স্থানীয় মানুষদেরও। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনা করেছে আমেরিকা।