আমেরিকা-ইরাকের যৌথ অভিযান, খতম ১৫ আইএস জঙ্গি

জঙ্গিদের জোর ধাক্কা। আইএসের বিরুদ্ধে যৌথ অভিযান চালাল আমেরিকা এবং ইরাক। প্রাণ হারাল ১৫ জন। অভিযান হয়েছে ইরাকের পশ্চিমাঞ্চলে।

Must read

প্রতিবেদন: জঙ্গিদের জোর ধাক্কা। আইএসের বিরুদ্ধে যৌথ অভিযান চালাল আমেরিকা এবং ইরাক। প্রাণ হারাল ১৫ জন। অভিযান হয়েছে ইরাকের পশ্চিমাঞ্চলে। মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে জঙ্গিগোষ্ঠী আইএসের ১৫ সদস্য নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সূত্রে জানা গিয়েছে এখবর। মার্কিন সেন্ট্রাল কমান্ড শনিবার এক্সে এক পোস্টে জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে আইএসের নেতাদের লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়। অভিযানে ১৫ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন-২৫০ হামাস জঙ্গিকে খতম করে আপাতত যুদ্ধে ইতি ইজরায়েলের

এ সময় কোনও বেসামরিক মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঠিক কোন স্থানে ওই অভিযান চালানো হয়েছে, সেটি জানায়নি সেন্ট্রাল কমান্ড। সেন্ট্রাল কমান্ডের দাবি, আইএস জঙ্গিরা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গ্রেনেড ও আত্মঘাতী বিস্ফোরকে সজ্জিত ছিল। যৌথ অভিযানে জখম হয়েছেন ৭ মার্কিন সেনাও। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল। লক্ষণীয়, এর আগে চলতি মাসের শুরুর দিকে ইরাকে একটি সামরিক ঘাঁটিতে হামলায় অন্তত পাঁচ মার্কিন কর্মী আহত হন।

Latest article