আন্তর্জাতিক

বাংলাদেশের জন্য নতুন ট্রাভেল অ্যাডভাইজারি জারি আমেরিকার

প্রতিবেদন : বাংলাদেশের জন্য একটি কঠোর ভ্রমণ সতর্কতা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। হাসিনা-পরবর্তী বাংলাদেশে নাগরিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই কারণে মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। ১৮ এপ্রিল আপডেট করা এই সতর্কতায় মার্কিন বিদেশ দফতর বাংলাদেশের জন্য ‘লেভেল ৩ : ভ্রমণ পুনর্বিবেচনা’ সতর্কতা জারি করেছে এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের জন্য আরও কঠোর ‘লেভেল ৪ : ভ্রমণ করবেন না’ সতর্কতা প্রকাশ করেছে।

আরও পড়ুন-সমতলে গরম, ওদিকে সিকিমে তুষারপাতে আটকে পর্যটকেরা

নতুন ট্রাভেল অ্যাডভাইজারিতে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে বিশেষভাবে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। সতর্কতায় বলা হয়েছে, সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন মার্কিন নাগরিকরা। ট্রাম্প সরকার এই অঞ্চলের বিপদের কথা তুলে ধরে জানিয়েছে, এই অঞ্চলে অপহরণের ঘটনা ঘটেছে, যার মধ্যে পারিবারিক বিরোধ থেকে উদ্ভূত অপহরণ এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে অপহরণ অন্তর্ভুক্ত। বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং রাজনৈতিক সহিংসতা এই অঞ্চলে ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করে। এছাড়া, আইইডি বিস্ফোরণ এবং সক্রিয় গুলিবর্ষণের ঘটনাও রেকর্ড করা হয়েছে। এই সতর্কতা ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে জারি করা হল। ছাত্রদের নেতৃত্বাধীন সহিংস আন্দোলনের ফলে হাসিনা ক্ষমতাচ্যুত হন, এবং এই অস্থিরতায় প্রায় এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরপর ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে পরিস্থিতি এখনও অস্থিতিশীল। সতর্কতায় বলা হয়েছে, ২০২৪ সালের গ্রীষ্মে অন্তর্বর্তী সরকার গঠনের পর নাগরিক অস্থিরতা এবং সহিংসতা কিছুটা কমলেও মাঝে মাঝে বিক্ষোভ চলছে, যা সহিংস রূপ নিতে পারে। মার্কিন নাগরিকদের সকল সমাবেশ, এমনকী শান্তিপূর্ণ বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আশঙ্কা, এগুলি অল্প সময়ের নোটিশে সহিংস হয়ে উঠতে পারে। বাংলাদেশের প্রধান শহরগুলিতে সাধারণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন বিদেশ দফতর সতর্ক করে বলেছে, সেদেশে সন্ত্রাসী হামলা এবং অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের ঝুঁকি রয়েছে। এছাড়া, ছিনতাই, চুরি, হামলা এবং মাদক পাচারের মতো সাধারণ অপরাধের বিরুদ্ধেও সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার কূটনৈতিক এলাকার বাইরে মার্কিন সরকারি কর্মচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। রাজধানীর বাইরে ভ্রমণের জন্য বিশেষ অনুমোদন প্রয়োজন। সতর্কতায় বলা হয়েছে, অবকাঠামোর সীমাবদ্ধতা এবং স্থানীয় জরুরি প্রতিক্রিয়া সক্ষমতার কারণে বিশেষ করে ঢাকার বাইরে, মার্কিন নাগরিকদের জন্য জরুরি পরিষেবা প্রদানে মার্কিন সরকারের সক্ষমতা সীমিত হতে পারে। মার্কিন সরকার ভ্রমণকারীদের স্মরণ করিয়ে দিয়েছে যেন বাংলাদেশে ভ্রমণ বিমায় উদ্ধার সহায়তা, চিকিৎসা কভারেজ এবং ভ্রমণ বাতিলের বিকল্প অন্তর্ভুক্ত থাকে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago