প্রতিবেদন: পহেলগাঁও কাণ্ডে যুক্ত জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল আমেরিকা। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’কে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বলে ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন বিবৃতিতে জানানো হয়েছে, টিআরএফকে সন্ত্রাসবাদী কাজের জন্য এফটিও এবং এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। এরপরই আমেরিকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারত।
আরও পড়ুন-সাম্প্রদায়িকতা নয়, সম্প্রীতি চাই এক বিদ্বেষহীন ভারতের বোধন
গত ২২ এপ্রিল কাশ্মীরে পহেলগাঁওতে পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা ও পর্যটকদের মৃত্যুর পর প্রাথমিকভাবে এর দায় স্বীকার করেছিল এই জঙ্গি সংগঠন। পরে অবশ্য চাপের মুখে তারা বিষয়টি অস্বীকার করে। যদিও এই ঘটনায় পাকিস্তানের মদত ছিল স্পষ্ট। ভারত একাধিকবার প্রতিবাদে সোচ্চার হয়েছে। এমনকী বিশ্বের বিভিন্ন প্রান্তে সংসদীয় দলের প্রতিনিধিরা গিয়ে ভারতবিরোধী সন্ত্রাসে পাকিস্তানের মদত ও লাগাতার জঙ্গিদের সহযোগিতার তীব্র সমালোচনা করেছেন। কিন্তু তারপরও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে টিআরএফের নাম উল্লেখ করা ছিল না। কূটনৈতিক মহলের ধারণা ছিল পাকিস্তান এবং চিনের আপত্তি কারণেই এই ঘটনা। তবে এবার ভারতের কূটনৈতিক চাপে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় যুক্ত করা হল টিআরএফের নাম। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর লেখেন, সন্ত্রাসের বিরোধিতা ও মোকাবিলায় ভারত-আমেরিকা সহযোগিতার প্রমাণ এই পদক্ষেপ। মার্কিন বিদেশদফতর এবং বিদেশসচিবের এই সংক্রান্ত উদ্যোগ প্রশংসনীয়। সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে। যদিও আমেরিকার এই পদক্ষেপের পর সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের তরফে কোনও বিবৃতি মেলেনি।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…