আবার ভারতের উপর শুল্ক চাপানোর হুমকি মার্কিন প্রেসিডেন্টের

বহু কর্মহীন শ্রমিক, লোকসানে থাকা ব্যবসার দিকে না তাকিয়েই রাশিয়া থেকে তেল কেনার পথেই অটল রয়েছে ভারত। এরই মাঝে নতুন দাবি ট্রাম্পের।

Must read

ওয়াশিংটন: ভারতের উপর আরও শুল্কের বোঝা চাপিয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, রাশিয়া থেকে তেল না কেনার প্রতিশ্রুতি রাখেনি ভারত। রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় সামগ্রীর উপর ৫০ শতাংশ শুল্ক ধার্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই ক্ষতি সহ্য করেও ভারতের বিদেশমন্ত্রক সস্তার রাশিয়ার তেল কেনার উপরই আস্থা রেখেছে। যদিও এর পরও বারবার ট্রাম্প দাবি করে গিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হয়েছিল। যেখানে তিনি না কি রাশিয়া থেকে তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এবার ট্রাম্প দাবি করলেন ভারত যদি রাশিয়া থেকে আরও তেল কেনে তবে আমেরিকা ভারতের উপর আরও শুল্ক চাপাবে।

আরও পড়ুন-লেক কালীবাড়িতে পুজো, আজ বড়মার মন্দিরে অভিষেক

মার্কিন শুল্কের দেড় মাস পরে ভারতের বস্ত্র শিল্প থেকে সামুদ্রিক খাবার, গয়না শিল্পের একটা বড় অংশ ব্যাপক ক্ষতির মুখে। একটা বড় অংশের ব্যবসায়ী ও রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থা আমেরিকামুখী পথ থেকে সরে এসে নতুন বাজারের সন্ধানে। বহু কর্মহীন শ্রমিক, লোকসানে থাকা ব্যবসার দিকে না তাকিয়েই রাশিয়া থেকে তেল কেনার পথেই অটল রয়েছে ভারত। এরই মাঝে নতুন দাবি ট্রাম্পের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, যদি ভারত রাশিয়ার থেকে এখনও তেল কেনার কথা বলে থাকে, তবে তাদের অনেক শুল্ক দিতে হবে। আমি নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার থেকে আর তেল কিনবেন না বলে। তবে যদি তারা সেটা না করে তবে তাদের আরও চড়া হারে শুল্ক দিতে হবে।
নিজের বক্তব্যের মধ্যে দিয়ে ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর তেল-কেনা সংক্রান্ত কথা হয়েছে। যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেনি প্রধানমন্ত্রীর দফতর বা বিদেশ মন্ত্রক। সেক্ষেত্রে কম দামে জ্বালানি কেনার পথ থেকে ভারতকে সরে আসতে হবে কিনা, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তা নাহলে আমেরিকার শুল্কের চাপে আরও কোন কোন ভারতীয় শিল্পকে মুখ থুবড়ে পড়তে হবে, তা নিয়ে উৎসবের মরশুমের শেষেই শুরু হচ্ছে জল্পনা।

Latest article