‘শান্তির দূত’ হতে চান মার্কিন প্রেসিডেন্ট!

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বারবার এমন দাবি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের আরও দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা যুদ্ধের অবসানে তিনিই অগ্রণী ভূমিকা নিয়েছেন।

Must read

প্রতিবেদন: তিনি নাকি ‘শান্তির দূত’! দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বারবার এমন দাবি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের আরও দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা যুদ্ধের অবসানে তিনিই অগ্রণী ভূমিকা নিয়েছেন। সেই তালিকায় তিনি রেখেছেন পহেলগাঁও পরবর্তী ভারত- পাকিস্তান সংঘাতকেও। যদিও ভারত এ-বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা স্বীকার করেনি। তবু নাছোড় ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত থামানোর কৃতিত্ব ফের একবার দাবি করে জানালেন, ভারত এবং পাকিস্তান সম্ভবত পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমেরিকাই তা হতে দেয়নি।

আরও পড়ুন-বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসে হেনস্থার মুখে

শুধু ভারত-পাকিস্তান সংঘাত নয়, ক্ষমতায় আসার পর থেকে গত ছ’মাসে তিনি বিশ্বের নানা প্রান্তে চলা ছ’টি যুদ্ধ বন্ধ করেছেন বলে এবার দাবি করলেন ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে প্রেসিডেন্ট বলেন, ছ’মাসে ছ’টি যুদ্ধের সমাধান করেছি। এতে আমি খুব গর্বিত। সমস্যার সমাধান করে শান্তি স্থাপন করেছি। আর এই সূত্রেই ট্রাম্পের দাবি, আমি মনে করি আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাস্কায় পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের আগে এভাবেই নিজেকে শান্তির দূত বলে জাহির করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Latest article