ভারতের উপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্টের

অবাক করা আচরণ ট্রাম্পের। শুধুই আমিত্বের আস্ফালন। ভেনেজুয়েলা দখলের পরে ফের এক জটিল অঙ্কের খেলায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

Must read

ওয়াশিংটন : অবাক করা আচরণ ট্রাম্পের। শুধুই আমিত্বের আস্ফালন। ভেনেজুয়েলা দখলের পরে ফের এক জটিল অঙ্কের খেলায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কথা নেই বার্তা নেই, ভারতের উপর হঠাৎ রাগ দেখানো শুরু ডোনাল্ড ট্রাম্পের। নতুন করে ভারতের উপর শুল্ক চাপানোর দাবি করলেন ট্রাম্প। দাবি বললে অবশ্য কম বলা হবে, রীতিমতো হুঁশিয়ারি দিলেন ভারতকে। রীতিমতো জুলুমের সুরে স্পষ্ট জানালেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর শুল্কের বোঝা আরও বাড়ানো হতে পারে। ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে হবে। ফের একবার প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামন্ততান্ত্রিক চেহারা। তবে বেশ আত্মপ্রসাদের সুরে ট্রাম্প এমন দাবিও করলেন, তাঁকে খুশি করতেই নাকি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে ভারত। অর্থাৎ, ট্রাম্পের কথায় কথায় সেই আমিত্বের আস্ফালন।

আরও পড়ুন-মোদি সরকারের নয়া শিক্ষানীতি, ধ্বংস করবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো

আসলে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত-আমেরিকা দ্বন্দ্ব অব্যাহত। নতুন করে রাশিয়া থেকে তেল কেনার চুক্তিও করেছে ভারত। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ঘুরে গেছেন ভারতে। অথচ সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সেভাবে নতুন চুক্তির পথে হাঁটেনি ভারত। এতেই কি এবার আঁতে ঘা লেগেছে ডোনাল্ড ট্রাম্পের? দীর্ঘ প্রায় ছয়মাস পরে নতুন করে ভারতের উপর শুল্কের ঘোষণায় সেই ইঙ্গিতই স্পষ্ট।
ভেনেজুয়েলা দখল করেছেন আটচল্লিশ ঘণ্টাও হয়নি। নতুন করে শুল্কের প্রসঙ্গ ট্রাম্পের মুখে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী জানেন আমেরিকা খুশি নয়। এবং আমাকে খুশি করা অত্যন্ত জরুরি। রাশিয়া থেকে তেল কেনা কমানো হয়নি। আমরা তাদের উপর আরও শুল্ক চাপাতে চলেছি।

আরও পড়ুন-বিজেপি নেতার নারীবিদ্বেষী মন্তব্যে গর্জে উঠুন মেয়েরা : ঋতব্রত

আমেরিকা জোর করে ভেনেজুয়েলার দখল নেওয়ার পর বিশ্বের প্রথম রাষ্ট্র হিসাবে রাশিয়া আমেরিকার সমালোচনায় সরব হয়েছে। কিন্তু কোনওভাবেই পুতিনের নাগাল পাচ্ছেন না ট্রাম্প। এই পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে রাশিয়াকে আঘাত করা ছাড়া আর কোনও উপায় নেই আমেরিকার কাছে। রাশিয়ার অর্থের অন্যতম জোগানদার তাদের তেলের ক্রেতা ভারত। তাই ভারতের উপর চাপ বাড়িয়ে রাশিয়াকে বার্তা দিতে চাইছেন ট্রাম্প, ধারণা রাজনৈতিক মহলের।

Latest article