মার্কিন প্রেসিডেন্টের শুল্কনীতির জেরে আমেরিকার শেয়ার বাজারে (US Share) ধস। মঙ্গলবার ডো জনস ও নাসদাক-এ রক্তক্ষরণ অব্যাহত। পতনের জেরে ৩৫ লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেল। মাথায় হাত বিনিয়োগকারীদের। এর প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও।
ডো জনস-এর সূচক পড়েছে ৮৯০ পয়েন্ট। নাসদাক পড়েছে ৪ শতাংশ পড়েছে। টেসলা, অ্যামাজন, অ্যালফাবেট, মেটা-সহ অন্যান্য প্রযুক্তি জায়ান্টদেরও শেয়ার পড়ে গিয়েছে। মেক্সিকো, কানাডা ও চিনের সঙ্গে বাণিজ্যচুক্তি ও শুল্কনীতির জেরেই খারাপ অবস্থা মার্কিন বাজারের, মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন- ফের নৃশংস ঘটনা মোদিরাজ্যে! তন্ত্রসাধনার জন্য শিশুকন্যার গলার নলি কেটে খুন
এদিকে ভারতে শেয়ার বাজারে সেনসেক্স ও নিফটি-র হাল বেহাল। বাজার খোলার পর প্রায় ৪০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। ১০০ পয়েন্টের বেশি নেমে যায় নিফটিও। ইনফোসিস, উইপ্রো, এল এন্ড টি, এইচসিএল, টিসিএস, জোম্যাটো, বাজাজ ফিনান্স-এর মতো সংস্থার শেয়ার পড়তে থাকে হু হু করে। ইনডাসিন্ড ব্যাঙ্কের শেয়ার পড়েছে ২৫ শতাংশের বেশি।