প্রতিবেদন: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত ও চিনকে হুমকি মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের। তিনি দুই দেশকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের মধ্যে যদি মস্কোর বাণিজ্য অংশীদাররা (যার মধ্যে ভারত ও চিনও রয়েছে) রুশ তেল কেনা বন্ধ না করে, তবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের উপর উচ্চ শুল্ক আরোপ করবেন।
আরও পড়ুন-কলকাতা মেট্রো রক্ষণাবেক্ষণে ৫ বছরে মাত্র ২৮ কোটি টাকা বরাদ্দ
রিপাবলিকান আইনপ্রণেতা জানান, যারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিয়েভের বিরুদ্ধে অভিযানকে আরও ইন্ধন জোগাচ্ছে, সেইসব দেশের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন তেল-সম্পর্কিত আমদানির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে । এর আগে গ্রাহাম একটি প্রস্তাবে বলেন, ভারত ও চিন-সহ রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির পণ্যের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা উচিত।