প্রতিবেদন: রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মাঝেই ইরান ও আমেরিকার (Iran-America) মধ্যেও বাড়ল বিরোধ। তেহরানের বিরুদ্ধে রীতিমতো সামরিক আগ্রাসনের প্রস্তুতি শুরু করেছে ওয়াশিংটন। গত সপ্তাহে ইরানের উপকূলে হরমুজ প্রণালীতে দুটি তৈলবাহী জাহাজের উপর হামলা চালিয়েছিল ইরান। এমনকী, একটি জাহাজকে তারা আটকও করে। এমনটাই দাবি পেন্টাগনের। ইরানের ওই ভূমিকার কড়া নিন্দার পাশাপাশি এবার হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা (Iran-America)। ইতিমধ্যেই ওই এলাকায় পেন্টাগন এ-১০ নজরদারি বিমান পাঠিয়েছে।
উল্লেখ্য, কত কয়েক বছর ধরে উপসাগরীয় এলাকায় তৈলবাহী জাহাজগুলির উপর নিয়মিত আক্রমণ চলছে। অভিযোগ উঠেছে, বেশিরভাগ ক্ষেত্রেই ইরানের জলসীমায় এই হামলা হচ্ছে। হামলা চলছে মূলত আমেরিকার বন্ধু দেশগুলির তৈলবাহী জাহাজেই। এ ধরনের ঘটনা ঠেকাতে এবার ইরানের জলসীমা সংলগ্ন এলাকায় এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত জো বাইডেন সরকারের। আমেরিকার এই সিদ্ধান্তে নিশ্চিতভাবেই পশ্চিম এশিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এর পরেও ইরান যদি তাদের আগ্রাসন বন্ধ না করে তবে সেদেশের উপর মার্কিন হামলা হতে পারে।