প্রতিবেদন: ভারত-মার্কিন প্রস্তাবিত বাণিজ্যচুক্তিকে কেন্দ্র করে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, ষষ্ঠ দফার বাণিজ্যচুক্তি কি আপাতত থমকে দাঁড়াতে পারে? সংশয়ের কারণ একটাই, ২৫ থেকে ২৯ অগাস্ট ভারত সফর বাতিল করতে পারে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। কেন বাতিল হবে তার কোনও সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও এটা স্পষ্ট, এর ফলে বিলম্বিত হতে পারে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি। এবং শেষপর্যন্ত যদি তা হয়, তবে ভারতের উপর ট্রাম্প প্রশাসনের ৫০ শতাংশ কর লাগু হওয়ার সম্ভাবনা জোরালো হল আরও।
আরও পড়ুন-বিদেশে চাহিদা বাড়ায় দাম বাড়ছে গোবিন্দভোগের, অতিবৃষ্টিতে চাষ নষ্টে চাষিদের পাশে জেলা প্রশাসন
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং সর্বভারতীয় টিভি চ্যানেলের সূত্র উদ্ধৃত করে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এবং তা হতে পারে ২৭ অগাস্ট থেকেই। লক্ষণীয়, রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে ভারতের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ কর চাপানোর কথা ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। তার আগেই অবশ্য ভারতের উপরে ২৫ শতাংশ করের বোঝা চাপিয়ে দিয়েছিল মার্কিন প্রশাসন। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়, রাশিয়া-ইউক্রেন চুক্তি নিয়ে বৈঠক শুরুর আগে মার্কিন প্রেসিডেন্টের কথায় স্পষ্ট ইঙ্গিত মিলেছিল, রাশিয়া থেকে যেহেতু আর তেল কিনছে না ভারত, সেই কারণে এখনই ভারতের উপরে অতিরিক্ত করের বোঝা চাপানোর ভাবনাচিন্তা করা হচ্ছে না। অবশ্য এনিয়ে আছে ভিন্নমতও। ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো নাকি এখনও রাশিয়া থেকে দৈনিক ২০ লক্ষ ব্যারেল তেল আমদানি করছে। সবমিলিয়ে পুরো বিষয়টাই এখন অনিশ্চয়তার অন্ধকারে।