ডালাস: আমেরিকার (USA vs Pakistan) বিরুদ্ধে সুপার ওভারে ৫ রানে হেরে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু করল পাকিস্তান। সুপার ওভারে আমেরিকার তোলা ১৮ রানের জবাবে পাকিস্তান আটকে যায় ১৩ রানে।
এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে পাকিস্তান। বাবর আজম সর্বোচ্চ ৪৪ রান করেন। তাঁকে সঙ্গ দেন শাদাব খান (৪০)। যুক্তরাষ্ট্রের হয়ে নস্টুশ কেনজিগে তিন উইকেট নেন। পাল্টা ব্যাট করতে নেমে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৫৯ রানেই থামে আমেরিকা (USA vs Pakistan)। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার অধিনায়ক মনাঙ্ক প্যাটেল সর্বোচ্চ ৫০ রান করেন। অ্যারন জোন্স অপরাজিত থাকেন ৩৬ রানে।
এদিকে, টিম হোটেল থেকে নাসাউ কাউন্টি স্টেডিয়ামের দূরত্ব নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিল পাক শিবির। সেই অভিযোগকে মান্যতা দিয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তানের হোটেল বদলে দিয়েছে আইসিসি। আগে যে হোটেলে বাবরদের রাখা হয়েছিল, সেখান থেকে স্টেডিয়ামে আসতে সময় লাগত দেড় ঘণ্টা। এখন পাক দল থাকছে স্টেডিয়াম থেকে পাঁচ মিনিট দূরত্বের একটি হোটেলে। অপরদিকে ভারতীয় দল রয়েছে স্টেডিয়াম থেকে দশ মিনিটের দূরত্বে। নাসাউয়ে ৯ জুন ভারত এবং ১১ জুন কানাডার বিরুদ্ধে ম্যাচ খেলবে পাকিস্তান। এর আগে হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব, ম্যাচের সময়সূচি নিয়ে শ্রীলঙ্কাও আইসিসির কাছে অসন্তোষ প্রকাশ করেছিল।