সংবাদদাতা, হাওড়া : প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিলের টাকায় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে বসল ইউএসজি মেশিন। শনিবার এই মেশিনের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee), হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়-সহ হাওড়া জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, এটি চালু হওয়ায় এখন থেকে এখানেই বিনামূল্যে ইউএসজি করানো যাবে। বাইরে থেকে অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করে আর ইউএসজি করাতে হবে না। এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় জানান, এর ফলে বহু মানুষ উপকৃত হবেন। হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মান আরও বাড়বে। সহজেই অনেক রোগ দ্রুত নির্ণয় করা যাবে। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee) উদ্যোগী হয়ে তাঁর সাংসদ তহবিল থেকে প্রায় ১৯ লক্ষ টাকা ব্যয়ে এই ইউএসজি মেশিনটি হাসপাতালে বসানোর ব্যবস্থা করায় আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। উনি ভোটপ্রচারে বেলুড়ে এসে এখানে ইউএসজি মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জেতার পর এদিন সেই প্রতিশ্রুতি পালনও করলেন। এর ফলে খুশি এলাকার মানুষ। এবার প্রতিদিনই এখনে মিলবে ইউএসজি পরিষেবা।
আরও পড়ুন: ড্রোনের মাধ্যমে নজরদারি ও ঘোষণা, দুই-ই করবে পুলিশ