তারাতলা থানার ‘উৎসর্গ’, পাশে নগরপাল, ফিরহাদ হাকিম

তারাতলা থানায় এদিন নগরপালের হাতে উদ্বোধন হয়ে গেল জিম। স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখেই নিজস্ব তত্ত্বাবধানে এই উদ্যোগ নিলেন ওসি সুশান্ত কুন্ডু।

Must read

‘উৎসর্গ’, কলকাতা পুলিশের (Kolkata Police) স্বেচ্ছায় রক্তদানের একটি বৃহৎ উদ্যোগ। গত শনিবার অর্থাৎ ২৫শে জানুয়ারী ২০২৫ তারাতলা থানা রক্তদান শিবিরের আয়োজন করেছিল। এদিন তারাতলা থানার রক্তদান শিবিরে ৯৬ জন রক্তদাতা রক্তদান করেন। থানার রক্তদান কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma) ও আইপিএস ডি পি সিং,সলোমন নেশাকুমার, মেহবুব আখতার, রাহুল দে। এছাড়া এদিনের অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন থানার ওসি। উপস্থিত ছিলেন রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম। ১২০৫তম এই রক্তদান শিবিরে মেয়রের হাতে গাছ তুলে দিলেন পুলিশ আধিকারিকেরা। মহৎ উদ্যোগ, কলকাতা পুলিশ নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের এই উপকারী উদ্যোগটি চালিয়ে যাওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেই জানান ফিরহাদ।

আরও পড়ুন-বইমেলার আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর

এদিন নগরপাল ও মেয়র রক্তদাতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য অনুপ্রাণিত করেন। রক্তের চাহিদা মেটাতে এই প্রচেষ্টা যে অব্যাহত থাকবে সেই বিষয়ে সন্দেহ নেই। সামনেই গ্রীষ্মকাল আর এই তীব্র গরমে রক্তের চাহিদা ক্রমশ বাড়তে থাকবে। বেশ কিছু ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় রোগী ও তাঁর পরিবারের সদস্যদের। সামাজিক সংস্কার, অপরাধীর বিরুদ্ধে কড়া ব্যবস্থার পাশাপাশি রক্তের জোগানে ঘাটতি মেটাতে তৎপর কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের স্বেচ্ছায় রক্তদানের এই উদ্যোগ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন-হে রুদ্র

অন্যদিকে তারাতলা থানায় এদিন নগরপালের হাতে উদ্বোধন হয়ে গেল জিম। স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখেই নিজস্ব তত্ত্বাবধানে এই উদ্যোগ নিলেন ওসি সুশান্ত কুন্ডু।

Latest article