প্রতিবেদন : বাঙালির প্রথম ম্যাটিনি আইডল মহানায়ক উত্তমকুমার (uttam kumar)। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা মহাতারকা। নিজের ভুবনভোলানো হাসি ছড়িয়ে জয় করেছেন অগণিত অনুরাগীর মন। আজ, ৩ সেপ্টেম্বর সেই চিরঅম্লান মহানায়কের (uttam kumar) শততম জন্মদিবস। বাঙালির আবেগ উত্তমকুমারের জন্মশতবর্ষে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, চিরকালের মহানায়ক, বাংলা চলচ্চিত্র জগতের ধ্রুবতারা, উত্তমকুমারের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য। বুধবার বাংলা জুড়ে মহানায়কের জন্মশতবর্ষ শ্রদ্ধা ও আবেগের আবহে পালিত হচ্ছে। শহর কলকাতাতেও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাতসকালে নবান্নে মহানায়কের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আবার টালিগঞ্জে ফেডারেশন অফ টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া-র তরফে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সভাপতি স্বরূপ বিশ্বাস। জানান, বাঙালির আবেগ উত্তমকুমার, যিনি বাংলার চলচ্চিত্রকে সারা দেশ-সহ গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে সারা বছরই ফেডারেশনের তরফে অনুষ্ঠান করা হয় এবং পরের বছর এই দিনেই ফেডারেশনের তরফে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এছাড়াও বিকেল সাড়ে পাঁচটা থেকে রবীন্দ্র সদনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উদযাপনের সূচনা-অনুষ্ঠান শুরু হয়েছে। গানে-গল্পে মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনে বসেছে চাঁদের হাট। অন্যদিকে, নেহরু চিলড্রেনস মিউজিয়ামেও ‘শুধুই উত্তম’ শীর্ষক একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। মহাজাতি সদনেও শিল্পী সংসদের উদ্যোগে কথায়-গানে শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন- বিজেপির ধর্মের ট্যাবলেট আর মানুষ এখন খাচ্ছে না : ব্রাত্য
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…