সিরোসিস অফ লিভারে বেশ কয়েকদিন ধরেই ভুগছেন জনপ্রিয় ওড়িয়া অভিনেতা উত্তম মহান্তি (Uttam Mohanty)। দিন তিনেক আগে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ভেন্টিলেশনে ছিলেন তিনি। আপাতত অবস্থা বেশ সঙ্কটজনক। অবস্থার আরও অবনতি হওয়ায় শনিবার রাতে তাঁকে নিয়ে নিয়ে আসা হয়েছে দিল্লিতে।
আরও পড়ুন-নিউটাউনে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় নয়া মোড়, গ্রেফতার অভিযুক্ত
তিন দিন আগে তাঁকে ভুবনেশ্বরের একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ার পরে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় তাঁকে। অবস্থার উন্নতি না হওয়ায় ভুবনেশ্বর হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের প্রধান মনোজ সাহু অভিনেতাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি আনা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতাকে অর্গান সাপোর্ট এর মাধ্যমে সচল রাখা হয়েছে। একাধিক হিট ছবির নায়ক উত্তমের সঙ্গে টলিউডের অভিনেত্রী ও বর্তমান সাংসদ-রচনা বন্দ্যোপাধ্যায় একটা সময় অভিনয় করেন।