মেজাজ হারিয়ে সাংবাদিকের মাস্ক খুলে নিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী!

ভোটের মুখে উত্তরপ্রদেশের বিজেপি নেতাদের ঔদ্ধত্য ফের লাগামছাড়া।

Must read

প্রতিবেদন : ভোটের মুখে উত্তরপ্রদেশের বিজেপি নেতাদের ঔদ্ধত্য ফের লাগামছাড়া। এবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে রীতিমতো মেজাজ হারিয়ে ফেললেন বিজেপি নেতা তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। সকলকে হতবাক করে দিয়ে তিনি ওই প্রশ্নকর্তা সাংবাদিকের মুখে থাকা মাস্কটি এক ঝটকায় ছিনিয়ে নিলেন। এমনকী, তাঁর বক্তব্যের অংশ অবিলম্বে মুছে ফেলার জন্য ওই সাংবাদিককে হুমকি দেন তিনি। যদিও পরে বিষয়টির গুরুত্ব আঁচ করে তিনি ওই সাংবাদিকের কাছে ক্ষমা চেয়ে নেন।

আরও পড়ুন-গ্রামীণ হাসপাতাল থেকে চুরি গেল করোনার টিকা

জানা গিয়েছে, বিবিসির এক সাংবাদিক কেশবপ্রসাদের সাক্ষাৎকার নিচ্ছিলেন। ওই সাংবাদিক বিজেপি নেতাকে প্রশ্ন করেন, কী কারণে হরিদ্বারে ধর্ম সংসদের আয়োজন করা হয়েছিল? ওই ধর্ম সংসদে চরম বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্যের পরেও কেন দলের শীর্ষ নেতারা চুপ করে আছেন? কেন সাম্প্রদায়িক ও বিভেদমূলক বিষোদগারের নিন্দা করছেন না? এই প্রশ্ন শুনেই প্রকাশ্যে মেজাজ হারান কেশবপ্রসাদ। সকলকে অবাক করে দিয়ে নিজের চেয়ার ছেড়ে তেড়ে যান ওই সাংবাদিকের দিকে। এক ঝটকায় তাঁর মুখ থেকে মাস্কটি ছিনিয়ে নেন।

আরও পড়ুন-দিল্লিতে ওয়ার্ক ফ্রম হোম এবার ১০০%

ওই সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, বেছে বেছে কেন শুধু হিন্দু নেতাদের নিশানা করা হচ্ছে? অন্য ধর্মের নেতাদের মুখেও তো বহুবার এ ধরনের উসকানিমূলক মন্তব্য শোনা গিয়েছে। সে সময় আপনারা তাঁদের কাছে এ বিষয়ে কোনও প্রশ্ন করেননি কেন? তাছাড়া ধর্ম সংসদ বিশেষ কোনও ধর্মীয় সম্প্রদায়ের সভা ছিল না। ওই সভা ছিল সব ধর্মের মানুষের। তাহলে কেন শুধু হিন্দু নেতৃত্বকেই আপনারা নিশানা করছেন?
তর্কাতর্কি চলাকালীন মন্ত্রীর এই আচরণের ভিডিও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘটনাটির গুরুত্ব বুঝতে পেরে শেষমেশ নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেন উপমুখ্যমন্ত্রী। কিন্তু ততক্ষণে মানুষের কাছে যা ভুল বার্তা যাওয়ার তা চলে গিয়েছে।

Latest article